তাকদির
সাইফুল ইসলাম সাঈফ
চকমকে চেহারা আজ কেন মলিন
আসে না আসে না সুদিন!
কেটে যায় ছটফট করে রাত
ওঠা রোজ নিয়ম করে প্রভাত।
আনুকূল্যে নেই ইচ্ছে থাকা সত্ত্বেও
কিছুই করার নেই ধৈর্য্য তবুও!
এটাই হলো তাকদির, জীবন ধীর
মাঝে মাঝে হয়ে যাই বেসামাল
কেনো যে অক্ষম টানতে মালামাল!
কিছু না কিছু করে তারা চলে
উন্নতিও হয়, তার জন্য ফলে।
আমারও তো চাওয়া, অল্পে তুষ্ট
কীভাবে সহে স্বীয় হৃদয় কষ্ট!
আত্মভোলা হয়ে যাই যে কখন
সরে গেছে কাছ থেকে আপন!
স্বাভাবিক চলতে চাই, আর পারিনা
কেনো শেষ হয় না যাতনা!
প্রতিদিন যুক্ত হয় নতুন ঝামেলা
পৃথিবী সত্যিই অদ্ভুত রঙিন মেলা।
আনমনে চলি পথ এদিক সেদিক
গন্তব্য যদিও আমার আছে ঠিক।
অদৃশ্য এক রহস্য স্তব্ধ জীবন
চাইলেও লাভ নেই, উদাসীন এখন।
সমস্যা কি সমাধান হবে আর
গেছে সময় যথা কে কার?
উত্তরা, ঢাকা।
১৪.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭