পরিচ্ছন্ন সমাজের জন্য চাই পরিচ্ছন্ন মানসিকতা, উদার মন আর অফুরন্ত ভালবাসা। আমরা সকলেই একটি সুন্দর সমাজের প্রত্যাশায় স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা আর বাস্তবতা এক জিনিস না। তবুও এটি তারুণ্যের কাছে মিথ্যা। তারুণ্যের কাছে স্বপ্ন একটি প্ল্যান, স্বপ্ন একটি সাধনা এবং স্বপ্নই প্রেরণা। স্বপ্ন দেখা তারুণ্যের অন্যতম বৈশিষ্ট্য।
যাহোক, মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে সমাজ পরিচালনায় প্রত্যেকের অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু এ সমাজের মানুষগুলোকে মোটাদাগে দু’শ্রেণিতে বিভক্ত করা যায়। এক শ্রেণি সমাজ পরিচালনা করে, ভাল মন্দ দেখে, সমাজের উন্নয়নে ভূমিকা রাখে, হোক এখানে তার লৌকিকতা বা স্বার্থ। আর অন্য শ্রেণি সমাজ পরিচালনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। এই ব্যাখ্যা মতে তাদেরকে সামাজিক জীব বলাটা ঠিক হবে কিনা আমার জানা নেই।
অত্যন্ত দুঃখ লাগে যখন মনে হয় এই মানুষগুলো আলাদা শ্রেণিতে বাস করে। এটি আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাঁধা। কারণ সমাজে বসবাসরত সকল মানুষের সমন্বয় ব্যতিত একটি সুন্দর কাঠামো অকল্পনীয়।
(চলবে...
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩