স্মৃতির খেয়ায় অস্পষ্ঠ তুমি
অথবা অস্পষ্ঠ মনের যত অভিব্যক্তি,
কখনো চাপা সুরে অশ্রু ঝরায়।
বিশ্বাসের বিপরীত দহনে নির্মম দগ্ধ হয়ে
ধুকে ধুকে মরে,
অস্পষ্ঠও যতসব স্মৃতিও হারায়।
প্রয়োজনের স্বচ্ছ রঙে নীরস বেদনারা
টেনে ধরে জীবনের লাগাম,
থমকে যায় ছুটে চলা জীবনের পরিক্রমা।
ভালোবাসার দলগুলো মেঘের আড়ালে
ডানা মেলে উড়ে
বদলে ফেলে হিসেবের যতসব ধাঁরা।
ছুটে চলে অশ্বারোহী, গন্তব্যহীন প্রান্তরে
অশ্রুও শুকিয়ে যায় জীবনের প্রয়োজনে,
কখনো স্বেদ ছোটে অবিরল ধারায়।
ব্যাথা ও বেদনার যতসব নিকেশ
হালখাতার সব হিসেব চুকিয়ে
তবুও একাকীত্বে স্মৃতিরা কাঁদায়।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০