খুজে ফেরা ভালোবাসা ও উড়নচণ্ডী প্রেম।
-------------------------
খানিকটা ভালোবাসা ছিলো বৈকি,
অন্যরকম ভালোবাসা !
পরের ভালোবাসাগুলোর পরিবর্তিত রং,
তবুওতো সেটা ভালোবাসা, হাওয়ায় হাওয়ায় প্রেম।
কখনো আট হাজার মাইল আবার সাড়ে ছয়,
উইকএন্ডের নির্ঘুম ভালোবাসা অথবা নির্ভয়।
উড়নচণ্ডী তুমিময় দিনগুলো, সত্যি মোহনীয় ছিলো !
একটা প্রশ্নো ছিলো তোমাতে !!
প্রেম এখন অঙ্গে ও রঙ্গে ! কিন্তু তুমি কি সেই ?
অবাধ প্রেমের আস্তরণ আমি গিলে খাই,
যেখানে তুমি সেই তুমি, অথবা নেই।
হয়ত সকালটা শুরু হয় তোমার ঠোঁটের স্পর্শে।
বলতে পারো রাতটাও রাত হয় একই ভাবেই,
যাকে তোমরা গুডনাইট কিস বলো !
তবু কেন যেন শূন্যতা, অথবা পূর্নতা নেই
নেই উড়নচণ্ডী প্রেম !
অথচ আমি শুধু তোমাতেই হারাতে চাই।
হাত বাড়ালেই ছুই তোমাকে, নাকে মুখে !
সারাদিনের তুমিময় ভাবনাগুলো সৃতিতে ফেরায়,
কখনো কখনো তোমাকে আমি খুব ভয় পাই জানো ?
তুমি কি বুঝতে পারো আমার ভালোবাসার ভীতি ?
সৃতি হাতড়ে কখনো খুজে দেখেছো কি,
সেই আট হাজার মাইল দুরের তোমাকে !
সেই চঞ্চলতা, পাবার আকুলতা তোমাতে।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯