এই পোস্টটা দেওয়ার জন্য দুঃখিত। বার বার হতাশ হওয়ার পর, আমি নিজেও এই পোস্ট দেখলে মাইনাস দিতাম। কাজেই মাইনাস দিতে চাইলে দেন। সমস্যা নাই। ক্রিকেট খেলা দেখা তো বাদই দিয়ে দিছি। আজকে অন্য খেলাদেখব!
আর কিছুক্ষণ পরেই শুরু হবে বাংলাদেশ আর ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ। যথারীতি হারবে। সেটাও কৌতুহলোদ্দীপক না। মজার ব্যাপার হলো, মাশরাফি কাপতান। দেখা যাক, দল কেমন খেলে হারে।

যাই হোক সবাইরে ক্রিকেটিও রাজনীতির মাঠে আমন্ত্রন জানিয়ে, এখানেই শেষ।