নেতাজির জয় জয়
সগীর হোসাইন খান।
২৩ পৌষ, ১৪২১
৬ জানুয়ারী, ২০১৪
নেতাজি দেয় হাক, কে আছিস কাছে আয়,
কত কাজ পরে আছে, বেলা যে বয়ে যায়।
আমি গিয়ে নত শীরে, কর জোরে জিজ্ঞাসি,
নেতাজি! কি কাজ? জানতে যে অভিলাসি!
নেতা মোর এক গাল, হেসে কয়, বুঝলা?
এই দেশে, দেশ প্রেমী, আমিই যে একলা?
জনগণ মোর সাথে, এরাই তো শক্তি,
দিতে হবে এক সাথে সব থেকে মুক্তি।
জনতার কষ্টে আমারো যে বুক ফাটে,
তাইতো দেখোস না? ছুটে যাই পথে ঘাটে!
জনগণ তাইতো আমাকেই কাছে পায়,
চল চল বের হই, বেলা যে বয়ে যায়।
এই বলে নেতা মোর, গায়ে দিয়ে পাঞ্জাবি,
মুখে পুরে গোটা পান, হেসে কয়, তুইও যাবি।
শুনে বলি, জ্বি হুজুর, সে আর বলতে,
আমি আছি ছায়া হয়ে চলতে আর ফিরতে।
ছাতা নিয়ে আমি চলি নেতাজির পিছু পিছু,
বুঝেন না? আমিই তো নেতাজির সব কিছু।
নেতাজি ডেকে কয়, বুঝলা গোলাম আলী?
বিরোধী শক্তি কাদা ছুড়ে খালি খালি।
আমি কি বাজে কেউ? মাঝে সাঝে আনমনে
নারীদের কষ্টটা দুর করি বুকে টেনে।
সেই কাজ, গোলাম আলী! বল কিসে মন্দ?
আমি বলি, তাইতো! সব শালা অন্ধ।
ভালোটা দেখবে না, কাদা ছুড়ে মারবে,
মোর প্রিয় হুজুরের সুখটাকে কারবে।
নেতা মোর হেসে কয়, এইতো বুঝেছিস,
সব কাদা ধুয়ে দিবো, গোলাম আলী! দেখে নিস!
কিছু দূর হেটে গিয়ে নেতা বলে বুঝলিরে?
দেশটার চিন্তা ভারি করে দিলডারে।
তাইতো শেষ রাতে এই দুই এক গ্লাস?
রাম আর হুইস্কিতে ছেড়ে দেই দুঃখ শ্বাস!
তাই দেখে শালারা বলে দেখ, এই আমি,
মদ খেয়ে দিন রাত করি নাকি মাতলামি?
আমি বলি, ছি! ছি! ওরা কাঁচা বুদ্ধিতে,
বুঝে না ফারাকটা মদ আর ওষুধে।
কি করে এরা যে নিজেদের নেতা বলে?
এর চেয়ে ঢের ভাল, গরু আর ছাগলে।
নেতা বলে গোলাম আলী! আমার আর কি চাই?
এই দুই এক কোটি, তাই নিয়ে চলে যায়।
অসহায় মানুষের কত কিছু করলাম,
দিন রাত এক করে চারি দিকে ছুটলাম।
এই দুই এক কোটি, তার চেয়ে বেশী কিছু?
তাও দেখ, বিরোধীরা, লেগেছে এরও পিছু?
আমি বলি, নেতাজি! শালারা হিংসুটে,
ওরা চায় সব খাবে, একে বারে চেটে পুটে।
পারছে না তাইতো, আপনাকে কাদা ছুরে,
বিরোধী শক্তিরা, সুখ নেয় অন্তরে।
নেতাজি! আপনি তো দেশেরই মা-বাপ,
যদি কিছু নিয়ে নেন, আপনারই, তাতে আর কি পাপ?
কিছুদূর হেটে গিয়ে, নেতা বলে, বল দেখি?
বিরোধী দল রেখে আমাদের লাভ কি?
ভাবছি এর চেয়ে, না রাখাই ঢের লাভ,
আমরা তো আছিই, এই দেশের মা-বাপ।
আমি বলি, জ্বি হুজুর, সত্য বরই সত্য,
দেশটা আপনার, আপারই রাজ্য।
কেন তবে দুষ্টুরা শুধু শুধু থাকবে?
আপনাকে জনগণ মাথায় তুলে রাখবে।
দিতে হলে দেশটাকে প্রকৃত মুক্তি,
জ্বি হুজুর, মুছে দেন, বিরোধী শক্তি।
তা যা বলেছিস! নেতার মোর হেসে কয়।
আমি বলি জয় হোক, নেতাজির জয় জয়!
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:০১