এক সময় নিয়মিত সামুতে না ঢুকলে ভালই লাগত না। কোন এক ছুটির দিনে প্রায় ১৮ ঘন্টা কাটিয়েছিলাম সামুতে। নুতন পোস্ট আসলে সেটা আমার নজর এড়িয়ে যেত না।
আমার ব্লগের হাতেখড়ি প্রথম আরো ব্লগের মাধ্যমে। কিন্তু সামুতে এসে আমি ব্লগের আসল মজা পেয়েছি। তাই সামুন ব্লগ সব সময়ের জন্যই আমার কাছে অন্য রকম।
কিন্তু কিছু মানুষের নিয়মিত অসভ্যতার কারণে আমার আর ব্লগে থাকা হয়নি। সেটা কোন ব্লগই না। এখন আর ব্লগে লিখার ইচ্ছে হলেও লিখি না। অথচ আগে টপিক চিন্তা করতে করতেই দিন পার করে দিতাম। একটা ভাল পোস্টের জন্য কত অপেক্ষা করতাম। যদিও আমি প্রযুক্তি নিয়ে বেশী লিখতাম এর পরও রাজনৈতিক এবং ইসলাম সম্পর্কিত পোস্টগুলোতে আলোচনা করতে পিছপা হতাম না।
মাঝে মাঝেই সামুতে প্রবেশ করে এর অবস্থা দেখে যাই। তাই একেবারেই যে নতুন লাগছে তা না। কিন্তু সামু অনেক বদলে গেছে। জানিনা পোস্টের মানের অবস্থা কি? তবে সামুর অবস্থান আগের মতই সবার উপরে আছে বলেই আমার বিশ্বাস।
সামুতে না আসার আরেকটা কারণ হল আমার নাম। আমি যখন প্রথম ব্লগ খুলি তখন অনেকটা না বুঝেই ছদ্ম নাম নিয়েছি। কিন্তু এখন আমার ইচ্ছে নিজের নাম নিয়ে ব্লগিং করার। এর জন্য বিগত ১ বছরে বেশ কয়েকবার আমি সামু কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি। কিন্তু তারা কোন সারাই দেয়নি। তাই আগ্রহটা কমে গিয়েছে।
পুরোনো অনেকের নামই ভুলে গিয়েছি। কারও কারও সাথে আড্ডা পোস্টে সে কি আড্ডা চলতো। চলতো খাবারের ছবি চালা-চালি। সে দিনগুলো আজকাল স্বপ্ন মনে হয়।
দেখা যাক নতুন করে শুরু করে কি করতে পাড়ি।