কিছু সত্য কথা,
কোনো মেয়ের চাপা ভাঙ্গা হলে
সে হয়ে যায় কিউট গার্ল !! ড্যাশিং লুক!!
আর, কোন ছেলের চাপা ভাঙ্গা হলে
সে হয়ে যায় গান্জা খোর
কোন মেয়ে চিকনা হলে সে হয়ে যায়
জিরো ফিগার গার্ল!!
আর, কোন ছেলে চিকনা হইলে সে হয়ে
যায় কাঙ্গাল। ভাত পায় না।
কোন মেয়ে চুলকে কাউয়া মার্কা
স্টাইল প্রদান করলে তিনি হয়ে যান স্মার্ট !!
আর, কোন ছেলের চুল আইলা-ঝাইলা-
কাউয়া মার্কা হইলে, সে অভদ্র।
কোন মেয়ে লুতুপুতু ভাব করলে হয়ে যায়
রোমান্টিকতা আর,
আর, কোন ছেলে লুতুপুতু করলে হয়ে যায় নেকামি,
হালায় হাফ লেডিস।
এক ছেলে কোন এক মেয়ের
উপকার করতে আসলো- ছেলেটা
নিশ্চয়ই চান্সবাজ। আবার উপকার না
করলে- এই ছেলেতো কাপুরুষ, ব্যক্তিত্বহীন।
কোন ছেলে কোন মেয়েকে প্রপোজ করলে
তা হবে ইভটিজিং।
কিন্তু কোন মেয়ে কোন
ছেলেকে প্রপোজ করলে সেইটা হয়
ভালোবাসা! জুলিয়েট ফেইল মাইরি!
বউ স্বামির সাথে ঝগড়া করলে-
আরে এইটাতো সংসার।
কিন্তু স্বামি করলে-
মানষিক নির্যাতন। নারী নির্যাতন মামলা!
এক মেয়ে একাধিক ছেলের সাথে
টাংকি মারছে- আরে এটাতো ফ্রেন্ডশীপ,
আরেক ছেলে বান্ধবির
সাথে ফটো খিচলেই ট্যাগ পরে লুচ্ছামির।
কোনো মেয়ে উড়না
গলায় পেচিয়ে পড়লে স্টাইল,
আর কোনো ছেলে
শার্টের বোতাম খুলে রাখলে মাস্তানি।
কোনো মেয়ে একটা খারাপ
স্ট্যাটাস দিলেও লাইক ২০০০,
আর কোনো ছেলে এত ভাল স্ট্যাটাস
দিলেও লাইক ১০।
কোনো মেয়ে বেশি কথা বললে
চঞ্চল,
আর কোনো ছেলে বেশি কথা বললে
বাচাল।
কোনো মেয়ে ১ মিনিট
অনলাইনে আসলেই ২০০ মেসেজ,
কোনো ছেলে সারাদিন
অনলাইনে থাকলেও মেসেজ ২ টা।
কোনো মেয়ে একটা মিসড কল
দিলেই সাথে সাথে ব্যাক,
কোনো ছেলে দশটা
মিসড কল দিলেও ব্যাক নাই।
কোনো মেয়ে দিনে দশবার প্রোফাইল
পিক চেঞ্জ করলেও ডিজিটাল,
কোনো ছেলে দুইবার প্রোফাইল
পিক চেঞ্জ করলেই আবাল।
কোনো মেয়ে হাজার গালি
দিলেও ভাল,
আর কোনো ছেলে একবার গালি দিলেই
ব্লক।
কোনো মেয়ে টাইট বোরকা পরলেও
পর্দাশীল,
আর কোনো ছেলে দাড়ি
রাখলেই চোর চোর ভাব।
উপরের কথাগুলো যদি কারও জীবনের সাথে মিলে যায় তার জন্য আমরা দায়ী নই।
কারণ কাউকে কষ্ট দেয়া আমাদের কাম্য নয়। আমরা শুধু আপনাদেরকে কিছুটা সময় ভাল রাখার জন্য কাজ করে যাচ্ছি।
আমরা সত্যের সাথে আছি থাকবো।
আমাদের পেজটি ভালো মনে হলে আমাদের এই নতুন পেজের সদস্য হতে ভুলবেন না।
পোস্ট এ Like না দিয়ে আমাদের পেজে লাইক দিন।
নিচে পেজের নামের ডান পাশে Like বাটন।
https://www.facebook.com/ourssatkhira
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫