আপনি বেশী ঘুমাইলে বলবে-
কি সমস্যা? নেশা পানি করসো নাকি? এতো ঘুমাও ক্যান?
কম ঘুমাইলে বলবে-
কি ব্যাপার চোখে ঘুম নাই কেন? দেবদাস হইছো? কবিতা লিখো? বিরাট কবি হইছে! ঘুমাও কইলাম!
বেশী খাইলে বলবে-
দিন দিন তো হাতি হইতেছ! তবু খাওয়া কমেনা কেন? কম কম গেলো!
কম খাইলে বলবে-
বুড়া বয়সে আবার ভিমরতী শুরু করলা কেন? স্লিম সাজো না? কারে দেখাইবা শুনি!
বেশী খরচ করলে বলবে-
তোমার ত ভবিষ্যত বইলা কিছু নাই, বুড়া বয়সে খাবা কি?
কম খরচ করলে বলবে-
এমন কিপটা মানুষ জীবনে দেখি নাই, হা খোদা এই মানুষ ছিল আমার কপালে!
সাজগোজ করলে বলবে-
তোমার ত মতিগতি ভাল ঠেকতেছে না, এত সেজে কারে দেখাও? সত্যি বলবা কিন্তু!
সাজগোজ না করলে বলবে-
এই ছিল ভাগ্যে, এমন খ্যাত কোথাও একটু নিতে পারিনা!
শুদ্ধ ভাষায় কথা বললে বলবে-
ভদ্দরনোক হইছে! ঢং কইরা কথা কয়!
আঞ্চলিক ভাষায় কথা বললে বলবে-
তোমার গেয়ো স্বভাব আর গেলোনা, কবে একটু সভ্য হবা বলোতো?
ঘরকুনো হলে বলবে-
তোমার ত শরীরে শেকড় গজায়ে যাবে, কেমনে পারো ম্যান?
বাউন্ডুলে হলে বলবে-
বাড়ি তো মন বসবেনা জানি, আমারে তো আর ভাল্লাগেনা, বুঝি সব বুঝি!
কথা বেশী বললে বলবে-
তুমি এতো বাচাল কেন জান? মাথা ধইরা যায়!
কম কথা বললে বলবে-
আমার পাশে আসলে জবান বন্ধ হয়ে যায়, অথছ অন্য কেউ হইলে কথার ফুলঝুরি ফুটে!
কম ভালবাসলে বলবে-
একটুও ভালবাসেনা
বেশী ভালবাসলে বলবে-
এতো পিরিত কেমতে আসে? এতো রস কই পাও? ঢং কইরোনা ত!
লাইফ ইজ বিউটিফুল- জীবন ধুতরার ফলের মতো মধুময়!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৪