(পোস্ট সিলেক্টরদের কাছে অনুরোধ রইলো তারা যেন ব্লগ নিয়ে গবেষনার গুরত্ব অনুধাবন করে এই পোস্টটিকে নির্বাচিত পোস্টে অন্তর্ভুক্ত করে)
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ৪র্থ বর্ষে পড়ছি।ফাইনাল ইয়ারে আমাকে আমার বিভাগের একজন শিক্ষকের তত্ত্বাবধানে (সুপারভাইজেশনে) থেকে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করতে হবে (ডিপার্টমেন্টের ভাষায় এই ধরণের গবেষণা প্রতিবেদনকে বলা হয় মনোগ্রাফ)। আমি আমার গবেষণার বিষয় নির্বাচন করেছি ব্লগ কমিউনিটিকে।গবেষণার শিরোনাম হলো 'bangla blog community and the emergence of electronic democracy: A study on the bloggers of somewhereinblog"।
আমার গবেষণার মূল ফোকাস থাকবে, ব্লগকে ব্যাবহার করে ব্লগাররা কি ভাবে গণতান্ত্রিক চর্চার( যেমন বাক-স্বাধীনতা,মুক্ত আলোচনা,সামাজিক আন্দোলন) প্রক্রিয়ায় অংশগ্রহন করছে এবং কীভাবে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমর্থন বা প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে বা আদৌ পাচ্ছে কি না (যেমন যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন, সীমান্তে বিএসএফ পরিচালিত হত্যাকান্ডের প্রতিবাদ, ইভটিজিংবিরোধি প্রতিবাদ ইত্যাদি)।
কীভাবে গবেষণায় অংশগ্রহন করবেন?
আমার এই গবেষণায় অংশগ্রহন করতে পারবে সামহোয়্যারিনইন ব্লগে একাউন্ট আছে এমন যে কোন ব্লগার।আপনি যদি গবেষণায় অংশগ্রহন করতে চান, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন।ক্লিক করলে google doc-এর একটি ফর্ম আসবে।ফর্মটিতে থাকা প্রশ্নসমূহে জানতে চাওয়া হয়েছে সামহোয়্যারইন ব্লগের ব্লগার হিসেবে আপনার বিভিন্ন কার্ক্রম ও অভিজ্ঞতা সম্পর্কে।কী করে ফর্মটি ফিল-আপ করতে হবে, সেটার ইন্সট্রাকশন ফর্মের উপরে দেয়া আছে।সেগুলো ভালো করে পড়ে ফর্মটি ফিল-আপ করে জমা দিন।
আপনাদের সবার মতামত ও তথ্য পেলে আমি সেটার ভিত্তিতে প্রাপ্ত সামগ্রিক ফলাফল প্রতিবেদনে প্রকাশ করবো।আপনার ব্যাক্তিগত তথ্য কখনোই কোথাও প্রকাশ করা হবে না এবং সেরকম কোন সুযোগও নেই।এই গবেষণাটি করার জন্য আমি ব্লগ কতৃপক্ষ হতে অনুমতি নিয়েছি এবং তাদের নিশ্চয়তা দিয়েছি ব্লগারদের থেকে প্রাপ্ত উপাত্ত শুধু একাডেমিক কার্যক্রমের উদ্দেশ্যে ব্যাবহার করা হবে। আপনি চাইলে নিজের পরিচয় গোপন করেও ফর্মটি ফিল-আপ করতে পারেন।সেক্ষেত্রে ফর্ম-এর ১ নং প্রশ্নের উত্তরে নিজের ব্লগ নিক লেখার বদলে লিখুন ‘অনিচ্ছুক’।তাহলেই আমি বুঝে যাবো আপনি নাম প্রকাশ করতে আগ্রহী নন।তবে আমি আবারও নিশ্চয়তা দিচ্ছি আপনার ব্যাক্তিগত তথ্য (যেমন বয়স, পেশা) কোথাও প্রকাশ করার আমার কোন সূযোগ নেই।সুতরাং আপনি নিশ্চিন্তে আপনার ব্লগ নিক প্রকাশ করতে পারেন।এছাড়া আপনি যদি ফর্মের অন্য যে কোন প্রশ্নের উত্তর দিতে রাজি না থাকেন তাহলে সানন্দে সেই প্রশ্নটি এড়িয়ে পরবর্তী প্রশ্নে চলে যেতে পারেন।
গবেষণা শুরুর পূর্বের কথা
মূল গবেষণা শুরু করার পূর্বে ফর্মে আমার করা সব প্রশ্ন সকলে বুঝতে পারছে কি না, তা যাচাই করার জন্য কিছু নির্দিষ্ট ব্লগারদের মাঝে ফর্ম-এর লিঙ্ক দিয়ে একটি টেস্ট করে নিয়েছিলাম।আমার সৌভাগ্য সেই টেস্টে অংশগ্রহন করেছিলেন চেয়ারম্যান ০০৭, কালা মনের ধলা মানুষ, তন্ময় ফেরদৌস সহ বেশ কয়জন সুপরিচিত ব্লগার। আপনাদের কাছে এখন যে ফর্মটি দেয়া হয়েছে সেটা হলো ফাইনাল জরিপের জন্য ফর্ম।সবাই যাতে দ্রুত ফর্মটি ফিল-আপ করতে পারে সেই জন্য পূর্বের ফর্ম থেকে কিছু প্রশ্ন বাদ দিয়ে এটাকে ছোট করে হয়েছে।বর্তমান ফর্মটি বুঝেশুনে ফিল-আপ করতে আপনার সময় লাগবে বড়জোর ৫ থেকে ১০ মিনিট।
গবেষণা কেন প্রয়োজন
মিডিয়া বলতে আমরা মুলত বুঝি সংবাদপত্র (প্রিন্ট মিডিয়া) ও টেলিভিশনের চ্যানেলসমূহকে (ইলেকত্রনিক মিডিয়া)।ব্লগকে বলা হয় বিকল্প মিডিয়া।বিকল্প মিডিয়া হিসেবে ব্লগের ভূমিকা আমাদের দেশে কতখানি গুরত্বপূর্ণ?ব্লগাররা এই বিকল্প মিডিয়া ব্যাবহার করে সরকারের বিভিন্ন সিদ্ধান্তে কি রকম প্রভাব বিস্তার করতে পেরেছে? নিজস্ব মতামত প্রকাশ করতে গিয়ে ব্লগারগণ কি ধরণের বাধার সম্মুক্ষীন হচ্ছে?এইসব প্রশ্নের উত্তর জানার জন্যই দরকার গবেষনা।মেইন্সট্রিম মিডিয়া নিয়ে প্রচুর গবেষণা থাকলেও আমাদের দেশে ব্লগের মতো বিকল্প মিডিয়া নিয়ে গবেষণার সংখ্যা খুবই অপ্রতুল।এর আগে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক স্যার ব্লগ থেকেই ব্লগারদের মতামত নিয়ে একটি গবেষনা করেছিলেন এবং সেটা প্রকাশিত হয়েছিলো যোগাযোগ পত্রিকায়।
আমার পরিকল্পনা আছে গবেষনা থেকে প্রাপ্ত ফলাফল ব্লগ কতৃপক্ষ এবং আমার ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে ব্লগারদের জন্য ব্লগে প্রকাশ করবো।এবং আমি আবারো বলছি আমি শুধু ফলাফলটাই প্রকাশ করবো, অংশগ্রহনকারীদের ব্যাক্তিগত তথ্য প্রকাশের কোন সুযোগ নেই।সুতরাং সামহহোয়্যারিন ব্লগের ব্লগাররা ফর্মটি ফিল-আপ করে আমার গবেষনায় অংশগ্রহন করুন।সেই সাথে আরেকটি অনুরোধ,আপনার পরিচিতি ব্লগারদের মাঝেও এই পোস্টের লিঙ্ক কিংবা ফর্ম-এর লিঙ্কটি ছড়িয়ে দিন।
কেউ যদি ইমেইল-এর মাধ্যমে লিঙ্কটি পেতে চান তাহলে কমেন্টে আপনার ইমেইল আইডিটা দিতে পারেন।আমি আপনাকে মেইল করে দিবো।
ফর্ম-এর লিঙ্কটি আবার এখানে দিলাম
ব্লগ নিয়ে গবেষণা করছি, ব্লগারদের সাহায্য চাইছি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৫টি মন্তব্য ৫৫টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বাংলাদেশ এম্বেসির হাফেজ ফার্স্ট সেক্রেটারির সাথে দেখা
আমি কয়েক বছর ইংল্যান্ডে ছিলাম। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে থেকেছি। তাই, ইউরোপীয় কালচারের সাথে বেশ পরিচিত। একদিন, সেই দেশের একটি ইউনিভার্সিটি'র মসজিদে বসে রয়েছি, হঠাৎ মিষ্টি কিন্তু দরাজ... ...বাকিটুকু পড়ুন
আজকের দিনটি বিশ্ব ও বাংগালীদের জন্য ১টি ভয়ংকর সময়ের সুচনা হতে পারে।
আপডেট:
সকাল ৯:০০ টা: ট্রাম্প এক চার্চে; কিন্তু সে ধর্মের ধারও ধারে না।
৯:২০: চার্চ সার্ভিস শেষ, হোয়াইট হাউসে যাচ্ছে।
৯:৫৫ : বাইডেন এই মহুর্তে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কে ভারত থেকে বের করে দিতে চান শিবসেনার এমপি !
ভারতের মিডিয়াতে গত কয়েকদিন ধরে আলোচিত নিউজ হচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর আততায়ীর হামলা ! আততায়ীর নাম ও পরিচয় নিয়ে মুম্বাই পুলিশের লুকাছুপি বাংলাদেশের মানুষের নিশ্চিয়ই... ...বাকিটুকু পড়ুন
যুক্তরাষ্টের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প(তারাম) !
বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো"। ওয়াশিংটন ডিসিতে দুপুর বারোটার সময় দুইটি বাইবেল স্পর্শ করে ডোনাল্ড ট্রাম্প... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।... ...বাকিটুকু পড়ুন