চাইলে তুমি ভাল বাসতে পার আমাকে
যদি হাতে কোন কাজ না থাকে।
চাইলে তুমি হাসাতে পারো নিজেকে
যদি ভাল বাসো আমাকে।
চাইলে তুমি ভাসাতে পারো আমাকে
মহাশূণ্যে কিংবা উত্তাল সাগরে
যদি গ্রহণ কর আমাকে।
চাইলে তুমি যা ইচ্ছে করতে পারো মন যা চায়
মন কী চায়? যাচাই বাছাই করে যদি পার জানিও আমায়।
আমার কেবল তোমাকেই পেত মন চায়
যদি ভাল বাসো আমায়।