শোন মশা-মাছিরা গুণগুণ গানে
গেয়োনাতো গান আর খুকিমনির কানে
ঘুমটা যেতে দাও নিরিবিলি একা
তোমাদেরও প্রয়োজন ভদ্রতা শেখা।
শোন চাচা-চাচিরা ঠোট নাক কানে
টেনে গাল করো লাল ব্যাথা লাগে প্রাণে
বোল ফোটেনাই বলে ড্যাব ড্যাব চোখে
চেয়ে থাকি বলে কী আছি মহা সুখে?
ঘুমটা যেতে দাও নিওনা কেড়ে
দু'টো মাস যেতে দাও উঠি আগে বেড়ে
তারপর দুষ্টুমি করো মন জুড়ে
আমিও সাড়া দেব হাত-পা ছুড়ে।
বি.দ্র.
হচ্ছে যতো ভুল ভ্রান্তি ছোট বড় পাপ
করে দিও মাপ
আমি এখন তিন কন্যার বাপ।
(সবাই সুস্থ্য আছেন, আলহামদুলিল্লাহ)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৬