টুম্পা ঘুুরে দেখে মাথাটাও ঘুরছে
চারদিক ঘোলাটে যেন কেউ মুড়ছে।
ঘড়িটা রাতদিন ঢংঢং ঘন্টা
ঘুরে কাটা টিকটিক ঘুরেনা ক্ষণটা।
শুনেছে সে নাকি পৃথিবীও ঘুরছে
গ্রহগুলো ঘুুরে ঘুরে সময়টা গুনছে।
নিজ অক্ষে ঘুরে আবার সূর্যের চারপাশ
সেটাই হিসেব করে আসে ঋতু বারোমাস।
এতো কিছু ঘুরে তবু নিয়মে চলছে
টুম্পা ঘুরে যদি মাথা কেন টলছে।
জানো নাকি বাবা তুমি এমনটা কেন হয়?
কারনটা খুুব সহজ কাজটাযে মানুষের নয়।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩৭