আমার ভাগ্য ভীষণ ভালো
সাদ্দাম হোসেন
----------------------------------
পৃথিবীর আদি মানব আদমের যুগে
জন্ম হয়নি আমার।
বিশাল পৃথিবী, পাহাড়, অরণ্য, সমুদ্র
এর মাঝে বেঁচে থাকা! মানবসভ্যতার
বিকাশকাল ছিল তখন। মানুষ আর
অন্ধকারের মিলন।
ভাগ্যিস! অন্ধকার সেই যুগে জন্মিনি আমি।
আমি সেই যুগেও জন্মিনি যেই যুগে
মানুষ পশুর মত বাস করত জঙ্গলে।
ন্যাংটা হয়ে ঘুরত শিকারের খোঁজে।
কাঁচা মাংস, মাছ, গাছের ছাল, লতাপাতা
খেয়ে জীবনধারণ করত।
শীতের দিনে পেত না শীতের কাপড়,
গরমের দিনে পেত না এ'সি এর শীতল হাওয়া।
মধ্যযুগেও আমার জন্ম হয়নি যখন
যুদ্ধই ছিল মানুষের পেশা। তরবারির সামনে
মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ! কী ভয়ংকর দৃশ্য!
পৃথিবীকে বুঝে উঠার আগেই কবরে স্থান
হত আমার। সবুজ ঘাস কবর ঢেকে দিত।
আমি জন্মেছি আধুনিক, উন্নত বিজ্ঞানের যুগে
তবে এখানেও ভাগ্য আমার সহায় হয়েছে।
অনুন্নত কোন দেশে জন্মিনি আমি।
আফ্রিকার দরিদ্র দেশগুলোতে আমার
জন্ম হয়নি যেখানকার মানুষগুলো এখনো
রয়ে গেছে সুবিধাবঞ্চিত।
অথবা
ইরাক, আফগান, সিরিয়া, ফিলিস্তিন, মিশর,
লিবিয়া, লেবাননে আমার জন্ম হয়নি
যেখানে মানুষরূপী খ্রিষ্টান, ইহুদী শয়তানদের
আগ্রাসনে মানুষ মরছে দিনরাত।
অথবা
আমার জন্ম হয়নি হিন্দু অধ্যুষিত দেশ ভারতে
যে দেশের মানুষেরা মিথ্যা ভগবানের পূজারী।
অথবা
আমি জন্মিনি ইহুদী, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন, শিখ
ধর্মাবলম্বী কারো ঘরে।
আমি জন্মেছি বাংলাদেশে মুসলিম হয়ে।
আমি শান্তিজলে সাঁতার কাটি দিনরাত।
এখানে নেই ভয়, উৎকণ্ঠা, যুদ্ধ, মিথ্যা ধর্মের
জয়জয়কার।
প্রিয় পাঠক! আমার ভাগ্য ভীষণ ভালো।
আপনার ভাগ্য কেমন?
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬