ফেরারি স্বপ্নগুলোর প্রতিবাদ
সাদ্দাম হোসেন
-------------------------------------
আমার স্বপ্নেরা ফেরারি হয়েছে বহু আগে।
একটি নারীর বিদায়ের সাথে ঘর ভেঙেছে তাদের।
বহুদিন যাবত ফেরারি হয়ে বিক্ষিপ্তভাবে চলছিল।
ইদানীং তারা ঐক্যবদ্ধ হয়েছে দেখছি!
লাগাতার হরতাল ডেকেছে শুনেছি!
রাজধানীর শাহবাগে কয়েকদিন অবস্থানও করেছে।
মিছিলে মিছিলে মুখরিত করছে প্রধান প্রধান সড়ক।
শুনেছি, হাইকোর্টে মামলা করেছে।
মামলা প্রক্রিয়াধীন আছে।
আমাকে জানিয়েছে- মিথ্যা সাক্ষ্যপ্রমাণে ফাঁসিয়ে দিবে।
ঘুষ দিয়ে প্রহসনের বিচারে ফাঁসিকাষ্ঠে ঝুলাবে বলেছে।
ঢাকা টু চট্রগ্রাম লংমার্চের ঘোষণা দিয়ে রেখেছে
বার ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আমাকে!
তাদের দাবি মানতে হবে না হয় প্রহসনের বিচারে ফাঁসি!
ফেরারি স্বপ্নগুলোর এক দফা, এক দাবী-
তাদের জন্য নতুন আবাসন গড়তে হবে।
কোন এক নারীকে ভালোবেসে তার বুকে স্বপ্নগুলোকে
দিতে হবে ঠাঁই!
প্রিয় পাঠক! আমার আছে বার ঘন্টা সময়।
আমার মতে- ফাঁসিকাষ্ঠ ভালো, নারীর প্রেমের চেয়ে।
আপনার মতামত কী?