বাঁচার তাগিদে
সাদ্দাম হোসেন
--------------------
আমার সম্মুখে অবারিত ভবিষ্যৎ, খাপছাড়া
স্বপ্নরা ছুটে যেতে চায় সেই ভবিষ্যতের দিকে।
উন্মত্ত অশ্বের মত ছুটে চলে স্বপ্নগুলো।
আমিও প্রাণপণে ছুটে চলি ভবিষ্যতের দিকে!
অনুভবে টের পাই কিছু একটা নিয়েছে আমার পিছু!
ফিরে দেখি- সে আমার অতীত, নষ্ট মলিন স্মৃতি!
হাঁপাতে হাঁপাতে বলে- আমার দিকে ফিরে দেখো!
আমি বলি- তুমি আবর্জনার স্তুপ, এখন বড় অকেজো!
আমি দৌড়াই অবারিত ভবিষ্যতের দিকে খ্যাপার মত!
অতীত বড় দুঃখময়! সে পড়ে থাক পিছনে।
আরেকবার নতুন করে বাঁচার স্বপ্নে আমি বিভোর!
আরেকবার সুখের নাগাল পাবার বড় স্বাদ জেগেছে!
অতীত পড়ে থাক অতীতের মত। আমি যেতে চাই
সেসব মানবদের মাঝে, যাদের দুচোখে খেলা করে
আশার আলো, যাদের ঘিরে স্বপ্নেরা করে উল্লাস!
ব্যর্থতাকে পা'য়ে দলে যারা ছিনিয়ে আনে সফলতা।
আমার চোখে জল! কেন? হৃদয়ে সংসার ভাঙার দুঃখ?
সংসার ভাঙার যন্ত্রনা আমাকে তাড়া করে নিত্য?
ঘর ভাঙার দুঃখ থাকে থাকুক, তবু আমি আরেকবার
বাঁচার তাগিদে ছুটে যাব অবারিত ভবিষ্যতের দিকে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০