কবি হওয়ার শখ
সাদ্দাম হোসেন
----------------------
কবি হওয়ার বড় শখ আমার!
বাজার থেকে কিনে আনলাম কবিতার বই।
রবীন্দ্র বাবুর সেকেলে শব্দবলীর অর্থ
কিছুই বুঝিনা। তবু পড়ি।
কাজী নজরুল ফার্সি, আরবি, হিন্দিতে পাকা।
কিন্তু বাবু! আমি যে অত শিক্ষিত নই!
জীবনানন্দ দাদার কবিতা পড়ে মূক হয়ে থাকি।
দাদা কি নেশা করে কবিতা লিখতেন?
ধ্যাৎ! দাদার একটা কবিতারও অর্থ বুঝিনা।
সুনীল কাকু বড় নির্লজ্জ কবি!
নারীর গোপনাঙ্গের প্রতি এত আকর্ষণ!
ছিঃ ছিঃ তার কবিতা পড়ে কে? আমি পড়ি না।
মাইকেল সাহেব সেকেলের কবি। একালে তিনি
বড় অকেজো।
অন্যান্য কবিদের কবিতা আর পড়ব কী
বিখ্যাতদের যদি এ হাল হয়?
কবিতা পড়া রেখে কবিতা লিখায় মন দিলাম।
দুই লাইন লিখলাম-
'একটি পাখি আকাশে উড়ছে, কিন্তু কেন?
যদি পড়ে মরে যায় আমি ভাই দায়ী নই!'
বিচার বিশ্লেষণ করে দেখলাম- ভালোই হয়েছে।
রাতে রবীন্দ্র বাবু স্বপ্নে এসে বললেন-
পাখি আকাশ থেকে পড়ে মরে তোকে বলেছে কে?
যদিও বা মরে তোকে দায়ী করবে কে গাধা!
কিছু পরে নজরুল এসে কানের নিচে ঠাটিয়ে
দিলেন এক চড়। কবিতা নিয়ে ফাজলামি!
গর্দভ কোথাকার!
এরপর এলেন জীবনানন্দ দাদা। মাথায় হাত
বুলিয়ে বললেন- ইডিয়ট! এভাবে কবিতা হয় না।
সুনীল কাকুও আসতে ভুল করেননি।
আমার মুখোমুখি বসে বললেন- আমি
কবিতা আবৃত্তি করছি তুমি শোন!
আমি কাকুর পা ধরে বললাম- কাকু! ক্ষমা করুন।
এখনো আপনার কবিতা শোনার বয়স হয়নি আমার।
ইচ্ছে হলে এক চড় মেরে বিদেয় হোন!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭