যারা ফ্রান্সে হামলা করেছে তার পবশ্যই অপরাধী। ধরে নিন তারা মুসলিম সম্প্রদায়। শেষ পর্যন্ত সন্ত্রাসী নিজে এসে ধরা দিয়ে বলল- আমিই হামলা করেছি। এখন আপনি বলবেন- মুসলিমজাতি সন্ত্রাসী, খুনি, ভয়ংকর অপরাধী, তাদের মূলোৎপাটন করা উচিৎ।
আপনার কাছে প্রশ্ন- যারা প্রায়শই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ড্রোন হামলা করে হাজার হাজার মানুষ মারছে, ফিলস্তিনে মারছে, ইরাক, সিরিয়া, লিবিয়ায় সুপরিকল্পিতভাবে ধন্ধ লাগিয়ে মুসলমানের হাতে মুসলমান মারাচ্ছে তাদেরকে আপনি কী বলবেন?
ফ্রান্সের প্রতি সমবেদনা এবং হামলার প্রতিবাদ জানিয়ে আপনি ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন- ভালো করেছেন। আমার আপত্তি নেই। সব ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড আমিও সমর্থন করি না। কিন্তু কথা হচ্ছে- ফ্রান্সের জন্য ভালোবাসার দেখালেন, ফিলিস্তিন, ইরাক, আফগান, সিরিয়া, লিবিয়া, মিয়ানমার, তাদের জন্য কী ভালোবাসা দেখালেন?
তবে কী ধরে নিব- পৃথিবীতে ইহুদী খৃষ্টান জাতিই মানুষ? অন্যরা অমানুষ? তাদের বেঁচে থাকার অধিকার নেই?
আফসোস! মুসলিম নামের কাপুরুষ আমরা!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০