অব্যাক্ত প্রেম
সাদ্দাম হোসেন
--------------------
একটি মেয়ের প্রেমে পড়েছি।
অব্যাক্ত প্রেম যাকে বলে।
আমাদের পাশের বাড়ির মেয়ে। নাম জানি না।
প্রতিদিন আমাদের পুকুরে এসে
জল তুলে নিয়ে যায়। আমি আড়চোখে দেখি।
হাত মুখ ধোয়ার ভান করে ঘাটে যাই।
তার বেণী করা চুল, উড়না কোমরে বাঁধা,
উলঙ্গ পা দুখানি, কাঁখে কলসি কী চমৎকার!
আমার বুক ধুপ ধুপ করে। মুখ দিয়ে কথা সরে না।
আমি নীরবে মুখ ধুতে থাকি। আমার কান্ড দেখে
একদিন সে হেসে ফেললো। যেতে যেতে বলল-
এতবার কেউ মুখ ধোয়?
আমি লজ্জিত হলাম। কয়দিন আর ঘাটে যাইনি।
আড়ালে থেকে দেখলাম।
ভালোবাসা এখনো অব্যাক্ত রয়ে গেল।
সে কি বোঝে আমার ঘাটে যাওয়ার মানে কি?
সে কি জানে প্রতিদিন ঘাটে আসা তরুনটি
তার প্রেমে পড়ে দুই পা ভেঙ্গে ল্যাঙড়া হয়েছে তাই
এখন সে আর কোথাও যেতে পারে না?
মাঝে মাঝে তার হেঁটে যাওয়া দুই পায়ের জলছাপ
দেখে বলি- ললনা!
আর কত কষ্ট দিবে বল না!
আমার বুকে মাথা রেখে ধুপ ধুপ শব্দ শোন!
সেই শব্দের ভাষা তুমি ছাড়া কে বুঝবে আর?
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫