বনে বাঁদাড়ে....২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) সাদা মাটির পাহাড়, মাঝখানে তার নীল পানি। বিরিসিরি নেত্রকোনা থাকে তোলা ছবি।
(৩) খল্লা মাছ, এই মাছ পানির নিচে থাকলেও তার চোখগুলো থাকে উপর।
(৪) চানাচুর ওয়ালা, আরিচা ফেরিঘাট থেকে তোলা।
(৫) এই ছবিটা দার্জিলিং থেকে তোলা।
(৬) গোঁধূলী বেলা, এটা জাফলং এর ছবি।
(৭) ঘরে ফেরা, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(৮) টাঙ্গুয়ার হাওড়, শীতের ছবি।
(৯) টাঙ্গুয়ার হাওড়, বর্ষার ছবি।
(১০) নাম না জানা ফুল, ভুটান থেকে তোলা ছবি।
(১১) মুকুন্দপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে থেকে তোলা ছবি।
(১২) বাজপাখি, বটেশ্বর বেলাব থেকে তোলা ছবি।
(১৩) কাঁঠালের শিশুকাল।
(১৪) মুরং, বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাসিং পাড়া থেকে তোলা ছবি।
(১৫) বাছুর, মুরাপাড়া জমিদার বাড়ি থেকে তোলা ছবি।
(১৬) কাঁচা লটকন, বটেশ্বর থেকে তোলা ছবি।
(১৭) নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
(১৮) সোনাকান্দা দূর্গ, বন্দর, নারায়ণ গঞ্জ থেকে তোলা ছবি।
(১৯) অন্য একটি মাল বোঝাই নৌকা যাচ্ছে আর এই পাশে থেকে একটি পানকৌরি তা দেখছে। নরসিংদীর মেঘনা নদীর ছবি।
(২০) ভূতের আড্ডায় আমি, ড্রিম হলিটে পার্ক, চৈতাব, নরসিংদী থেকে তোলা ছবি।
বনে বাঁদাড়ে....২১
বনে বাঁদাড়ে....২২
বনে বাঁদাড়ে....২৩
বনে বাঁদাড়ে....২৪
বনে বাঁদাড়ে....২৫
বনে বাঁদাড়ে....২৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন