প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) সাদা মাটির পাহাড়, মাঝখানে তার নীল পানি। বিরিসিরি নেত্রকোনা থাকে তোলা ছবি।
(৩) খল্লা মাছ, এই মাছ পানির নিচে থাকলেও তার চোখগুলো থাকে উপর।
(৪) চানাচুর ওয়ালা, আরিচা ফেরিঘাট থেকে তোলা।
(৫) এই ছবিটা দার্জিলিং থেকে তোলা।
(৬) গোঁধূলী বেলা, এটা জাফলং এর ছবি।
(৭) ঘরে ফেরা, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(৮) টাঙ্গুয়ার হাওড়, শীতের ছবি।
(৯) টাঙ্গুয়ার হাওড়, বর্ষার ছবি।
(১০) নাম না জানা ফুল, ভুটান থেকে তোলা ছবি।
(১১) মুকুন্দপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে থেকে তোলা ছবি।
(১২) বাজপাখি, বটেশ্বর বেলাব থেকে তোলা ছবি।
(১৩) কাঁঠালের শিশুকাল।
(১৪) মুরং, বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাসিং পাড়া থেকে তোলা ছবি।
(১৫) বাছুর, মুরাপাড়া জমিদার বাড়ি থেকে তোলা ছবি।
(১৬) কাঁচা লটকন, বটেশ্বর থেকে তোলা ছবি।
(১৭) নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
(১৮) সোনাকান্দা দূর্গ, বন্দর, নারায়ণ গঞ্জ থেকে তোলা ছবি।
(১৯) অন্য একটি মাল বোঝাই নৌকা যাচ্ছে আর এই পাশে থেকে একটি পানকৌরি তা দেখছে। নরসিংদীর মেঘনা নদীর ছবি।
(২০) ভূতের আড্ডায় আমি, ড্রিম হলিটে পার্ক, চৈতাব, নরসিংদী থেকে তোলা ছবি।
বনে বাঁদাড়ে....২১
বনে বাঁদাড়ে....২২
বনে বাঁদাড়ে....২৩
বনে বাঁদাড়ে....২৪
বনে বাঁদাড়ে....২৫
বনে বাঁদাড়ে....২৬