প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
(২) একটি নাম না জানা ফুল, এটা মাধবপুর থানার নোয়াপাড়া এলাকা থেকে তোলা হয়েছে।
(৩) কৃষক ছুটছে পাকা ধানের ক্ষেতে, নরসিংদী জেলার শিবপুর থানার জাল্লারা এলাকা থেকে তোলা ছবি।
(৪) সখের জেলে, নরসিংদী সদর থানার বালুচর গ্রাম থেকে তোলা ছবি।
(৫) চা পাতা সংগ্রহের এই ছবিটা তুলেছি শ্রীমঙ্গলের তেলিয়া পাড়া এলাকা থেকে।
(৬) গাংচিল, টেকনাফ বীচ থেকে তোলা ছবি।
(৭) জামরুল, খাগড়াছড়ির নিউজিল্যান্ড থেকে তোলা ছবি।
(৮) ব্লিডি হার্ট, মনোহরদির রামপুর থেকে তোলা ছবি।
(৯) থুজা, খাগড়াছড়ির পর্যটন মোটেল থেকে তোলা ছবি।
(১০) গ্রাম বালিকা, নরসিংদী সদরের বালুসাইর থেকে তোলা ছবি।
(১১) নাম না জানা আরো একটা ফুল।
(১২) শর্ষে, সোনার গাঁয়ের আনন্দ বাজার এলাকা থেকে তোলা ছবি।
(১৩) কাঠ শালিক, শিবপুরের জয় নগর থেকে তোলা ছবি।
(১৪) বেগুনী রংএর এই ফুলের নামটা ভুলে গেছি, সুনামগঞ্গ থেকে তোলা ছবি।
(১৫) সেন্ট মার্টিন দ্বীপ।
(১৬) কর্ণফ্লাওয়ার, লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(১৭) মুরং, বান্দরবানের গহীনে অবস্থিত নেফিও পাড়া থেকে তোলা ছবি।
(১৮) শাপলা তোলা টিম, নরসিংদীর শান্তির বাজার এলাকা থেকে তোলা ছবি।
(১৯) কৃষ্ণচুড়া, বুলবুলি। নরসিংদীর ছবি।
(২০) কৃষাণী, দুলালপুর, শিবপুর, নরসিংদী থেকে তোলা ছবি।
বনে বাঁদাড়ে....২১
বনে বাঁদাড়ে....২২
বনে বাঁদাড়ে....২৩
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:২০