প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
(২) বাঁদুড়, ঢাকার বলদা গার্ডেন থেকে তোলা ছবি।
(৩) ঘাসের ডগায় শিশির বিন্দু, বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।
(৪) হামহাম বা চিতা ঝর্ণা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে তোলা ছবি।
(৫) ছোট সোনা মসজিদ, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকন্ঠে ফিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিলো, যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে।
(৬) লাল কাকড়া, কাকড়া গুলো মার্চ করে পানি থেকে উঠে আসছে। ইনানী বিচ আর কক্সবাজারের মাঝামাঝি কোন স্থান থেকে তোলা ছবি।
(৭) সন্ধ্যা মালতি, আমার নিজ বাড়ি থেকে তোলা ছবি।
(৮) স্বপ্নপূরী, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিশপুর থেকে তোলা ছবি।
(৯) টমেটুর ফুল, ওয়ারী বটেশ্বরের ছবি।
(১০) উপজাতি মা ও শিশু, বান্দরবানের সিপ্পি পাহাড়ের রোনিন পাড়া থেকে তোলা ছবি।
(১১) কমলা, মৌলভীবাজারের জুড়ি থেকে তোলা ছবি।
(১২) সেন্টমার্টিন সী বীচ।
(১৩) শ্বাসমূল আর সুন্দরী গাছ, সুন্দরবনের হাড়বাড়িয়া থেকে তোলা ছবি।
(১৪) গাঁয়ের বধু, শর্ষে ক্ষেতের আইলে গাঁয়ের বধুর ছবিটা তুলেছি নরসিংদীর বালুচর গ্রাম থেকে।
(১৫) দোচুলা, এগার হাজার (১১০০০) ফিট উচ্চতায় ভুটানীদের একটা পূণ্যস্থান।দোচুলায় মূল আকর্ষণ এখানকার বৌদ্ধমঠ। খাড়া পাহাড়ের উপর বিশাল বৌদ্ধমঠ; বৌদ্ধমঠটি স্থাপত্যশৈলী আর শিল্পশৈলীর নজরকারা স্থাপনা। ভ্রমণার্থী আর পূণ্যার্থীদের ভিড়ে বৌদ্ধমঠটি বেশ জনসমাগম। দোচুলায় সৌন্দর্য্য আরো বাড়িয়ে দেয় ১০৮টি বৌদ্ধ স্তূপ । ২০০৪ সালে ভুটানের জ্যোষ্টতম রাণীমাতা আশী দরযী ওয়াংমো ওয়াংচুক দক্ষিণ ভুটানে আসাম বিদ্রোহে মারা যাওয়া শহীদের স্মরণে এই ১০৮টি বৌদ্ধ স্তূপ তৈরী করেন। কাঠের তৈরী এই স্তূপ গুলোতে বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস, ভুটানের সংস্কৃতি, ঐতিহ্যের পরম স্পর্শ।
(১৬) লালা খাল, সিলেট থেকে তোলা ছবি।
(১৭) সবুজ ক্ষেতের আইল ধরে হেটে চলা কৃষকের ছবিটা তুলেছি নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে।
(১৮) নুহাস পল্লী থেকে তোলা ছবি।
(১৯) ফুলগুলোর নাম সম্ভবত পিটুনিয়া, ড্রিম হলিডে পার্ক নরসিংদীর চৈতাব থেকে তোলা ছবি।
(২০) পিয়াইন নদী, জাফলং থেকে তোলা ছবি।
(২১) সব শেষে আমার শর্ষে ক্ষেত বিজয়ের ছবিটা নরসিংদীর বালুচর গ্রামের
বনে বাঁদাড়ে.....১১
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
বনে বাঁদাড়ে.....১৫
বনে বাঁদাড়ে.....১৬
বনে বাঁদাড়ে.....১৭
বনে বাঁদাড়ে.....১৮
বনে বাঁদাড়ে....১৯
বনে বাঁদাড়ে....২০