প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
(২) নাম না জানা কোন ফল ও ফুল। জয়নগর শিবপুর থেকে তোলা ছবি।
(৩) যাদুকাটা নদীতে মানুষ ও মোটর সাইকেল পারাপার, তাহিরপুর, সুনামগঞ্জ থেকে তোলা ছবি।
(৪) লটকন, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(৫) লজ্জাবতী ফুল, বটেশ্বর, নরসিংদী থেকে তোলা ছবি।
(৬) বৃষ্টি ভেজা শ্রমিক, তেলিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ থেকে তোলা ছবি।
(৭) লালা খাল, জাফলং, সিলেট থেকে তোলা ছবি।
(৮) আখের গুড় তৈরী হচ্ছে, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(৯) পাখি, বাইক্কা বিল, শ্রীমঙ্গল থেকে তোলা ছবি।
(১০) সূর্য্য, পানির নিচের এই সূর্য্যের ছবিটাও বাইক্কা বিল থেকেই তোলা।
(১১/১২) এটা কোথায় তা তো সবারই জানা, সোনারগাঁ যাদুঘরের সামন. দুই দিক থেকে তোলা দু'টি ছবি।
(১৩) পাখিটা সম্ভবত নীল টুনটুনির বউ, কারণ পুরুষ পাখিটা নীল, আর এটা অন্য রকম। আতা গাছে শুধু তোতা পাখিই নয়, নীল টুনটুনিও বাসা বানায়
(১৪) রংধনু, আমার বাড়ির ছাদে দাড়িয়ে তোলা ছবি।
(১৫) প্যাঁচা, প্যাঁচার ছবি যতই তুলেছি সব সময় দেখেছি বড় বড় চোখ করে ওরা তাকিয়ে আছে, আজই প্রথম দেখলাম প্যাঁচারাও ঘুমায়। কুমিল্লার শালবন বিহার থেকে তোলা ছবি।
(১৬) অচেনা গুল, দেখতে অনেকটা বক ফুলের মতো কিন্তু এর নাম জানিনা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেরাসানী থেকে তোলা ছবি।
(১৭) ক্ষুদে ফল, দেখতে বেশ সুন্দর ক্ষুদে এই ফলগুলোর নাম জানিনা, স্থানীয় ভাষায় আমরা বলি সিটকি। টেটিয়া, আড়াইহাজার, নারায়ণ গঞ্জ থেকে তোলা ছবি।
(১৮) কাশ বাগানে বাড়ি, পদ্মা নদীর চর থেকে তোলা ছবি, সম্ভবত জাজিরা থানায় পড়েছে জায়গাটা।
(১৯) চলে আমার মোটর সাইকেল হাওয়ার বেগে উইড়া ইউড়া......ঢাকা ময়মনসিং মহাসড়কের গাজীপুর থেকে তোলা ছবি।
(২০) গাজীপুরে এশিয়ার সর্ববৃহত সাফারি পার্কের মেইন গেইট থেকে তোলা নকল মাকড়শার ছবি।
(২১) জাহাজ, পশুর নদী, মংলায় একটা চলন্ত কার্গো জাহাজের প্রায় মুখোমুখি দাড়িয়ে তোলা ছবি।
বনে বাঁদাড়ে.....১১
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
বনে বাঁদাড়ে.....১৫
বনে বাঁদাড়ে.....১৬
বনে বাঁদাড়ে.....১৭
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৬