স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন, ''জলবায়ু বিপর্যয় রোধে উপকুলে গাছ লাগান"--------এই শ্লোগান নিয়ে ভ্রমন বাংলাদেশের ব্যানারে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সাগর সৈকত ধরে ১২০ কিলোমোটার পথ হাটার কিছু ফটো নিয়েই আমার ধারাবাহিক,,,,,,, স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন-১ দেখতে Click This Link
কি মাছ নাম জানিনা, রুপালী এই টাটকা মাছগুলো দেখতে বড়ই চমৎকার
সাগরের ডাকের অপেক্ষায়, ক্ষুদে প্রপেলার........
কুড়িয়ে পাওয়া একটা শামুক
বালিতে পড়ে আছে বিশালাকৃতির একটা ঝিনুক
তিনি যাচ্ছেন সমুদ্র স্নানে

পানিতে খেলছে একজন =))
কি বিক্রি করেন তিনি ? নীচে দেখুন........
কাঁকড়া আর....
জেলী ফিস না কি যেন নাম..........
খেলায় রত সাগর পাড়ের জেলে শিশুরা
সাগর, ঝাউবন, আকাশ আর পাহাড়ের মিলন যেখানে
লাল কাঁকড়া শিকারী
সাগর পাড়ে জেলেদের সম্বল
সাগরে নামার পূর্ব প্রস্ততি
সাগর কইন্যা
চলবে..............