
সুনসান বনের নিঃস্তব্ধতা মাঝে
আকাশ আজ তারায় তারায় মোহময় সাজে,
আধারের আড়ালটুকুতে জড়িয়ে থেকে
মুখোমুখি বসে দুজন চোখে চোখ রেখে
মেতে উঠি দুজনে খুলে স্মৃতির পাতা,
বিগত হয়ে যাওয়া অভিমান
আর শত ভালবাসার কথা
স্রোতের মত বয়ে চলি স্মৃতির নৌকা বেয়ে
কাটিয়েছি কত রাত তোমার চোখের পানে চেয়ে,
একটা বছরে ছিল কত দূরত্ব, ছিল কত নৈকট্য
ছিল কত ফিসফিস কথা, ছিল কত হাসি অট্ট
অথবা বৃষ্টি ভেজা দুপুরে তোমার ভেজা ঠোঁট খানি
অথবা অজানা অভিমানে তোমার চোখে পানি
প্রতিটা মূহুর্ত ছিল শুধু তুমিময়
তবু নববর্ষে আরো কাছে পেতে ইচ্ছে হয়
স্মৃতির পাতায় পাতায় ভোর হয়ে আসে
বনের ফাঁকে নতুন বছরের নবাগত সূর্য হাসে
বছরের প্রথম প্রহরে তোমার প্রেমময় স্পর্শ
ভালোবাসায় শুরু হোক ভালবাসার নববর্ষ।