বাংলা উইকিপিডিয়াতে লেখা সম্পাদনা করা খুব সহজ একটি কাজ। খুব অল্প সময়েই এটা শিখে নেওয়া সম্ভব। শুধু প্রয়োজন একটু আগ্রহ আর সদিচ্ছা। উইকিপিডিয়ার রয়েছে একদল নিবেদিতপ্রাণ কর্মী বাহিনী। তারা অনবরত কাজ করে যাচ্ছে উইকিকে আরও ব্যবহারোপযোগী করার জন্য। তারা নতুন সম্পাদনাকারীদের কে সম্পাদনা কোডিং শেখানোর জন্য বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করেছে এবং করছে। সম্পাদনা কোডিং কে সহজ করার জন্য তারা একটি “ত্বড়িত সহায়িকা” তৈরি করছে। এটি নিচের ছবিতে ত্বরিত সহায়িকাটি দেখুন।
ছবিটি বড় করে দেখুন এখান থেকে।
ছবিটিতে এক ঝলক চোখ বুলিয়েই আপনি কোডিং এর ব্যপারটি বুঝতে পারবেন। যারা উইকিতে সম্পাদনার কাজ করছেন, তাঁরা এই চিটশিট-টি সেভ করে বা প্রিন্ট করে রাখতে পারেন। কারন অনেক সময়ই কোডগুলির সিকোয়েন্স মনে থাকে না। সেক্ষেত্রে এটি আপনার কাজে দেবে। সবচেয়ে ভাল হয় যদি কোডগুলো নোটপ্যাডে টুকে রাখানে।
নিচের লিংকে ছবিটির লেখা গুলো টেক্সট ফরম্যাটে পাবেন।উইকিপিডিয়া:ত্বরিত সহায়িকা(লেখা আকারে)
যদি উইকিপিডিয়াতে সম্পাদনা কোডিং (উইকি মার্কআপ) বিষয়ে বিস্তারিত জানতে চান, তবে নিচের লিংকগুলো দেখুন।
উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়- (পর্ব-১) (পর্ব-২) (পর্ব-৩) (পর্ব-৪)
আপনি যদি বাংলা উইকিপিডিয়ার নাম এই প্রথম শুনে থাকেন, তবে নিচের লিংকগুলো থেকে এ বিষয়ে জানুন।
উইকিপিডিয়া জনমানুষের বিশ্বকোষ ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব, ৪র্থ পর্ব, ৫ম পর্ব
আরও সাহায্যের জন্য উইকিপিডিয়ার পূর্ণাঙ্গ সহায়িকা দেখুন।
আমাদের নিজেদের প্রয়োজনেই মাতৃভাষা বাংলায় এমন একটি জ্ঞানভান্ডার গড়ে তোলা দরকার। দিনে মাত্র ৫ মিনিট সময় ব্যয় করেই আপনি এই বিশাল কর্মযজ্ঞে শামিল হতে পারেন। উইকিপিডিয়াতে কাজ করতে গিয়ে কোন সমস্যায় পড়লে দয়া করে জানাবেন, যথাসাধ্য সাহায্যের চেষ্টা করব। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ রাত ১১:৪৮