উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) এর পর থেকে-
২. লেখা বোল্ড বা ইটালিক করা
কি এবং কেন প্রয়োজন?:
উইকিপিডিয়ার সম্পাদনায় ব্যবহৃত সবচেয়ে বেশী ব্যবহৃত দুটি সংকেত হচ্ছে বোল্ড বা গাঢ় ও ইটালিক বা তীর্যক।
উইকিপিডিয়ার রীতি হল বই, চলচ্চিত্র, সফট্ওয়্যার দ্রব্য, ইত্যাদির নাম তীর্যকভাবে লেখা। যদি বই বা চলচ্চিত্রটি কোন নিবন্ধের শিরোনাম হয়, তবে সেটিকে গাঢ় এবং তীর্যক আকারে প্রকাশ করতে হবে।
কোন নিবন্ধের শিরোনাম নিবন্ধটির ভেতরে যে স্থানে প্রথম উল্লেখ করা হয়, সে স্থানে সেটিকে গাঢ করে লেখা উইকিপিডিয়ার একটি প্রচলিত রীতি। যেমন,
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের কথ্য ভাষাকে বাংলা বলা হয়...
যেভাবে দিতে হয়:
কোন শব্দ, বাক্যাংশ বা বাক্যের দুপাশে একাধিক ঊর্ধ্বকমা (apostrophe, ') দিয়ে সেটিকে গাঢ় বা তীর্যকভাবে লেখা যায়।
যেমন, "তীর্যক" শব্দটির দুপাশে দুটি করে ঊর্ধ্বকমা দিয়ে এভাবে ''তীর্যক'' লিখলে আপনি শব্দটি দেখবেন তীর্যক হিসেবে।
তেমনি "গাঢ়" শব্দটির দুপাশে তিনটি করে ঊর্ধ্বকমা দিয়ে এভাবে '''গাঢ়''' লিখলে আপনি শব্দটি দেখবেন গাঢ় হিসেবে।
আর "গাঢ় ও তীর্যক" বাক্যাংশটির দুপাশে পাঁচটি করে ঊর্ধ্বকমা দিয়ে এভাবে '''''গাঢ় ও তীর্যক''''' লিখলে আপনি বাক্যাংশটি দেখবেন গাঢ় ও তীর্যক হিসেবে।
ব্যতিক্রম
এখন ধরুন আপনি লিখতে চাইছেন—
…খুঁজতে সহায়তা করেন। ঐ সময়েই সত্যজিৎ রনোয়ারের সাথে “পথের পাঁচালী”-র চলচ্চিত্রায়ণ নিয়ে কথা বলেন এবং …
এখানে “পথের পাঁচালী” শব্দটির দু’পাশে আপনাকে দু’টি করে ঊর্ধ্বকমা (apostrophe, ') দিতে হবে। কিন্তু সেটা দিলে উইকি তাকে কোড হিসেবে নিয়ে পথের পাঁচালী আকারে দেখাবে। এ সমস্যা দূর করার জন্য কোথাও উইকি মার্কআপ ব্যবহার করতে না চাইলে, নিচের কোডের ভেতরে আপনার প্রয়োজনীয় কথা লিখুন
তাহলে
…খুঁজতে সহায়তা করেন। ঐ সময়েই সত্যজিৎ রনোয়ারের সাথে “পথের পাঁচালী”-র চলচ্চিত্রায়ণ নিয়ে কথা বলেন এবং …
পেতে হলে লিখতে হবে,
হাতে কলমে শিখুন:
খেলাঘর পাতায় যান এবং “”””সম্পাদনা করুন ট্যাবে ক্লিক করুন। নিচের শব্দগুলো যেমন করে লিখা হয়েছে, ঠিক তেমনি করে লিখার চেষ্টা করুন।
আমি বাংলাদেশে বাস করি। আমি এখানে লেখাকে ইটালিক করা শিখলাম।
বাংলাদেশ আমার জন্মভূমি। আমি এখানে লেখাকে বোল্ড করা শিখলাম।
আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। আমি এখানে লেখাকে একই সাথে বোল্ড এবং ইটালিক করা শিখলাম।
আমি এখন উইকি মার্কআপ পরিহার করে লেখা শিখব।
“মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা”
সত্যজিৎ রায়ের অন্যতম সৃষ্টি হল “ফেলুদা” চরিত্রটি।
এবার খেলাঘর পাতার নিচের দিকে “প্রাকদর্শণ” বোতামে চেপে দেখুন, এতক্ষণ আপনি কি তৈরি করলেন।
---------------------------------------------------------------
৩. উইকিপিডিয়ার অন্য পাতার লিংক যোগ করা বা অন্তর্বর্তী সংযোগ
কি এবং কেন প্রয়োজন?:
আপনার নিবন্ধে ব্যবহৃত কোন শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে যদি উইকিপিডিয়াতে কোন নিবন্ধ থেকে থাকে, তবে আপনার নিবন্ধের ঐ শব্দের সাথে সংশ্লিষ্ট উইকি নিবন্ধের সংযোগ তৈরি করে দিতে হয়। আপনার নিবন্ধে যেসব শব্দে এমন করে সংশ্রিষ্ট উইকি নিবন্ধের লিংক থাকবে, সেগুলো কে নীল দেখাবে। অথবা আপনার যদি মনে হয়, নিবন্ধের কোন শব্দ দিয়ে উইকিতে একটি নিবন্ধ থাকা প্রয়োজন, যা এখনও তৈরি হয়নি, তখনও আপনি তাতে এমন অন্তর্বর্তী সংযোগ তৈরি করতে পারেন। এক্ষেত্রে শব্দ গুলো লাল দেখাবে। অর্থাৎ,
নিবন্ধে নীল লিংক = উইকিতে এই নামে একটি নিবন্ধ রয়েছে
নিবন্ধে লাল লিংক = উইকিতে এই নামে নিবন্ধটি এখনও তৈরি হয়নি (আপনি তৈরি করতে পারেন)
যা করতে হবে:
যে শব্দে অন্তর্বর্তী লিংক দিতে চান সে শব্দকে দু’টি করে তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিন। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি "মোনালিসা" পাতাটির সাথে একটি সংযোগ তৈরী করতে চাচ্ছেন, তাহলে সেটি হবে এইরকম:
[[মোনালিসা]]
আর সম্পদনা শেষে সেটি দেখতে যেমন হবে তা হল মোনালিসা।
ব্যতিক্রম
এখন সত্যজিৎ রায় কে নিয়ে লিখা উইকি নিবন্ধের একটি লাইন হল—
…১৯৭৭ সালে সত্যজিৎ শতরঞ্জ কি খিলাড়ি নামের একটি উর্দু চলচ্চিত্র নির্মাণ করেন। ছবিটি মুন্সি প্রেমচাঁদ-এর একটি গল্প অবলম্বনে তৈরি করা হয়; ১৮৫৭ সালের ভারতীয় বিপ্লবের এক বছর আগে অযোধ্যা রাজ্যের লক্ষ্ণৌ ছিল গল্পটির পটভূমি। ছবিটিতে ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের সূত্রপাতের …
এখানে লেখা “১৮৫৭ সালের ভারতীয় বিপ্লবের” শব্দটিতে একটি অন্তবর্তি সংযোগ তৈরি করা প্রয়োজন। কিন্তু ঠিক “১৮৫৭ সালের ভারতীয় বিপ্লবের” নামে উইকিতে কোন নিবন্ধ নেই। যা আছে, তা হল “সিপাহী বিদ্রোহ” । এখন “১৮৫৭ সালের ভারতীয় বিপ্লবের” এর সাথে “সিপাহী বিদ্রোহ” পাতাটির লিংক তৈরি করতে হলে আপনাকে নিচের কোডটি লিখতে হবে।
[[সিপাহী বিদ্রোহ|১৮৫৭ সালের ভারতীয় বিপ্লবের]]
অর্থাৎ, ফরম্যাট টি হবে-
[[যে পাতায় লিংক দিতে চান, তার নাম|যে শব্দে লিংকটি বসাতে চান]]
বলে রাখা প্রয়োজন,এখানে ব্যবহৃত | চিহ্নটি কিন্তু দাঁড়ি চিহ্ন নয়,কীবোর্ডে Shift এবং এক সাথে চাপলে এই চিহ্নটি পেয়ে যাবেন। আর একটি কথা,সেসময় কীবোর্ড লেআউট ইংরেজিতে পরিবর্তন করে নিতে ভুলবেন না কিন্তু। অন্যথায় বাংলা লে আউটে Shift এবং এক সাথে চাপলে কোন বাংলা অক্ষর আসবে আসবে।
হাতে কলমে শিখুন:
নিচের প্রতিটি শব্দে অন্তবর্তী সংযোগ তৈরি করুন।
উইকিপিডিয়া, বাংলাদেশ, জগদীশচন্দ্র বসু, বারমুডা ট্রায়াঙ্গেল, ঢাকা, রাজশাহী, সামহয়ার ইন ব্লগ, বাংলাদেশ বিমান,রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম
এবার একটু কঠিন কাজ করুন
“৭১ এর স্বাধীনতা যুদ্ধ” শব্দগুচ্ছটিতে অন্তবর্তী সংযোগ তৈরি করুন, যাতে তা “বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ পাতাটি নির্দেশ করে”।
“ইউএসএ” শব্দটিতে অন্তবর্তী সংযোগ তৈরি করুন, যাতে তা “যুক্তরাষ্ট্র” পাতাটি নির্দেশ করে।
“উইকি”শব্দটিতে অন্তবর্তী সংযোগ তৈরি করুন, যাতে তা “উইকিপিডিয়া” পাতাটি নির্দেশ করে।
এবার খেলাঘর পাতার নিচের দিকে “প্রাকদর্শণ” বোতামে চেপে দেখুন, এতক্ষণ আপনি কি তৈরি করলেন।
-----------------
আজ এ পর্যন্তই।
সবশেষে একটি কথা, এই ফরম্যাটিং বা লেখা সাজানো কাজটি যদি আপনার কাছে কঠিন বলে মনে হয় (আশা করি হবে না), তবে হতাশ হওয়ার কোন কারণ নেই। আপনি আপনার লেখা কোন ফরম্যাটিং ছাড়াই আপলোড করুন। উইকিপিডিয়ার কর্মী বাহিনী কোন এক সময় আপনার লেখাটি সাজিয়ে দেবে। তবে আপনি স্বনির্ভর হতে চাইলে এই সামান্য কষ্টটুকু স্বীকার করতেই হবে, আর সেটিই সবচেয়ে ভাল হবে।
যেকোন সমস্যয় এখানে মন্তব্য করতে পারেন, আমি যতটুকু পারি সাহায্যের চেষ্টা করব। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ দুপুর ১২:৩৬