আজব এক ক্যারাক্টার,এখনো পর্যন্ত আল্লহর অশেষ মেহেরবানীতে এমন পীস আর দ্বিতীয়টি পাইনি ৷ যে কোনো বিষয়ে আমার যে ভিউ হবে সে অবস্থান করবে তার থেকে ঠিক ১৮০ ডিগ্রী বিপরীতে ৷ মাঝে মাঝে মেজাজ এমন বিগড়ে যায় যে মনে হয় দেই মাথাটা ফাটিয়ে,বেটা বজ্জাত কোথাকার ! কিন্তু দূক্ষের ব্যাপার হলো তারপরও তাকে ছাড়তে পারি না বেশ কিছু কারণে;তার মধ্যে অন্যতম হলো সে বাসায় পর্ক খায় না,বাইরে যাই করুক বাসায় অন্তত কোনো ধরনের ভোজং-ভাজং করা নিষেধ আর সর্বোপরি খুবই হেল্পফুল,যে কোনো বিষয়ে সাহায্য চাইলে এটা সিওর যে হি উইল ট্রাই হিজ বেস্ট ৷ নেটিভ কারো কাছ থেকে এগুলো এক্সপেক্ট করা আসলে আমার অভিজ্ঞতা বলে অনেক টাফ ৷ কিন্তু সমস্যা একটাই আমি যখন কিছু বলব সে ঠিক ঠিক সেটার বিরোধিতা করবেই,এমন নয় যে কোনো যৌক্তিক কারণ আছে; শুধুমাত্র আমি বলেছি বলেই সে এটার পুরো বিপরীতে অবস্থান নিবে !
ব্যাপারটা শুরু হয় ম্যানইউকে দিয়ে,একবার যে কোন কুক্ষনে ম্যানইউ নিয়ে তার সাথে তর্ক করতে গিয়েছিলাম তারপর থেকেই এমন ৷ আমি হলাম ম্যানইউ এর ডাইহার্ড ফ্যান,এরপর থেকে সে পারলে ম্যানইউকে উইগান থেকেও বাজে টিম বানিয়ে দেয় ! ঘটনা হলো সে নতুন জাতে উঠা চেলসিয়ার ফ্যান,কিন্তু স্বভাবটা পুরোটাই ব্লগের কিছু সুশীলদের মত যাদের বাহিরে আমরা নিরপেক্ষ কোনো দলকেই বেইল দেই না কিন্তু অন্তরে লীগের নাম সীল মারা টাইপ ৷ গত পরশু সিএনএন দেখার সময় বললাম যে মোবারক বেটা এমন ঘাড় তেড়া কেন,সে কি এসব ভিডিওতে দেখে না যে দেশের বেশির ভাগ মানুষই আর তাকে চায় না ৷ বলেই বুঝতে পারলাম বিরাট ভুল করে ফেলছি,আর যায় কোথায় সাথে সাথেই তার জবাব মোবারক নাকি এসব দেখতে পায় না ! আমি বললাম মোবারকের দেখতে না পাওয়ার কারণটা কি ? তার উত্তর মিশরের মিডিয়া এইসব শো করে না ৷ আমি বললাম সেটাতো এই প্রটেস্টে মাস পীপোল ইনভল্ভমেন্ট এভয়েড করার জন্য ও জোর করেই মিডিয়াকে দিয়ে করাচ্ছে কিন্তু তার মানে এই না যে সে দেখতে পাবে না ৷ শুরু হয়ে গেল তার হেন তেন প্যাচানো,মনে হচ্ছিলো টিভিটা তুলে মাথায় মারি !
তবে সব থেকে বেশি মেজাজ খারাপ হয়েছিলো গত মাসের শেষের দিকে, আমি বললাম এই উইন্টারে ঠান্ডা একদম কম পরেছে ৷ গত দুবছর ধরে ঠান্ডা কম্পারেটিভলি আগের বছরের থেকে কম ৷ আমার মুখ থেকেই পারলে কথা কেড়ে নিয়ে তার পাল্টা উত্তর এইবার নাকি ঠান্ডা বেশি ! এমনিতেই অন্য একটা কারণে মেজাজ ছিল খারাপ তার উপর ফাজিল্টার এমন যন্ত্রণা, তারপরেও মেজাজ ঠিক রেখে চিন্তা করলাম তাকে এনভায়রনমেন্ট কানাডা থেকে ডেটা দেখালে নিশ্চই চুপ যাবে ৷ দেখালাম যে ২০০৭ এ যেখানে স্নোফল শুরু হয়েছিলো অক্টোবরে সেখানে গত দুবছর ধরে বলতে গেলে সেটা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে ৷ সে বলল স্নোফল দিয়েতো আর ঠান্ডা বুঝা যাবে না টেম্পারেচার দেখো,আমি বললাম হুম সেটা ঠিক ৷ টেম্পারেচারে গিয়ে দেখলাম ২০০৭ এ ডিসেম্বরে মোটামুটি পুরো মাস জুড়েই যেখানে টেম্পারেচার ছিল মাইনাস ফিফটিন এর কাছাকাছি সেখানে গত দুবছর ধরে ডিসেম্বর পর্যন্ত বলতে গেলে প্লাসেই আছে ৷ তার কথা না জানুয়ারিতে দেখো, দেখালাম যে এ বছর যেখানে ওইদিন পর্যন্ত টেম্পারেচার মাইনাস টেন এ ঘুরপাক খাচ্ছে সেখানে ২০০৭ এ অ্যাভারেজ টেম্পারেচার ছিল অলমোস্ট বিলৌ টোয়েন্টি আর একটানা দু সপ্তাহ ছিল মাইনাস থার্টি এর আশেপাশে ৷ এবার তিনি ভবিষ্যত বাণী করলেন এ বছর নাকি পরবর্তিতে ঠান্ডা পরবে ! এর দুদিন পর এ বছরের এখনো পর্যন্ত সব থেকে ঠান্ডা পরেছিল,দুদিন থার্টি এর কাছাকাছি ছিল;দুদিনই আমি বাইরে থেকে এসে বলেছিলাম যে বাইরে ভয়াবহ ঠান্ডা ৷ তো এর পরের দিন আবার টেম্পারেচার ছিল মাইনাস টুয়েলভ,সকালে সে যখন বাইরে যাচ্ছিল তখন আমি ব্যালকনিতে সিগারেট ফুকছিলাম ৷ আমাকে জিগ্গেস করলো ঠান্ডা কেমন,আমি বললাম গত দুদিন থেকে হাজার গুন ভালো ৷ সেইদিন সন্ধায় তিনি বাইরে থেকে ফিরে এসে মহান বাণী দিলেন আজকে নাকি এই বছরের সব থেকে বেশি ঠান্ডা পরেছে ! কি আর বলবো,পুরো দুনিয়াটা ওর মুখে ছুড়ে মারতে ইচ্ছে হচ্ছিলো !
নিকুচি করি তর মতামতের,বেটা ফাজিল কোথাকার ! আল্লাহ এমন পেইন যেন আর কারো কপালে না পরে !