facebook য়।
হিন্দি ফ্লিম খুব একটা দেখা হয় না, তাদের মানের কারণে। কিন্তু এ ফ্লিম কিছুটা ভিন্ন ধারার ও সাধারণ হিন্দি ফ্লিম হতে বেশ উন্নত মানের বলেই আমার মনে হয়।
নারীদের জন্য বলা যায় বেশ ভালো ও অনুপ্রেরণামূলক ফ্লিম এটি। যদি অনেক কিছু চিন্তা করে আপত্তি তুলতে গেলে হয়তো অনেক আপত্তি উঠতেই পারে। তারপরও ওভার-অল খারাপ বলাটা ঠিক হবে বলে আমি মনে করি না।
যে দেশের ফ্লিম বা যাদের দ্বারা এ ফ্লিম তৈরি, তাই তাদের মনোভাব বা দৃষ্টিকোণ দ্বারা ফ্লিম প্রভাবিতও হওয়াই স্বাভাবিক। আর টা স্পষ্ট ফুটে উঠেছে সে ফ্লিম-এ।
অন্যান্যদের দৃষ্টিকোণ বাদ দিয়ে যদি তাদের দৃষ্টিকোণ থেকে সব কিছু বিবেচনা করি, তবে ভালো দিকগুলোর কথা তো প্রথমেই স্বীকার করলাম তাই এবার একটু আপত্তিকর দিকগুলোই বলি।
যদিও প্রাই পুরো ফ্লিম বর্তমান বা তাদের শালীনতার সংজ্ঞাই শালীন। কিন্তু কিছু দৃশ সাধারণ বা অসাধারণ যাই বলুন, সকল প্রকার শালীনতার সংজ্ঞাই নিশ্চিত ভাবে অশালীন।
এটা গেলো একটা আপত্তিজনক বিষয়। হয়তো তাদের দৃষ্টিতে তেমন কিছুই না। অনেকের দৃষ্টিতেও হয়তো তেমন কিছুই না। এ নিয়ে আর বলতে ইচ্ছে করছে না। দেখলেই বুঝবেন।
আরেকটি বিষয় চরম আপত্তিকর। [যদিও নিশ্চিত এটা তাদের ও অনেকের কাছে বেশ সাধারণ ও নৈতিক এক বিষয়]
ফ্লিম-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে বুঝায় যায় না যে, তারা কোন ধর্মাবলী। কিন্তু সবচেয়ে অনৈতিক চরিত্রটি ফুটিয়ে তোলা হল মুসলিম হিসেবে। তাও সে চরিত্রটি যে মুসলিম তা জোরাল ভাবে বুঝাতে আল্লাহ, ইনশা-আল্লাহ্ ইত্যাদি শব্দ বার বার ব্যাবহার করা হয়েছে।
আর বলতে ইচ্ছে করছে না। আপনার বুদ্ধি ও বিবেকের কাছে বাকি অংশ ছেড়ে দিলাম। তারাই এর শেষাংশ আপনাকে জানিয়ে দিবে।
#সাদ
১৫-অগাস্ট-১৪
#Saad
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২