আমার কিছুদিনের পোস্ট দেখলেই সবাই বুঝতে পারবে যে আমি শেষ কয়েক মাস ধরে সব ফাঁকিবাজি মার্কা পোস্ট দিচ্ছি! ব্লগে কিছুই লেখা হচ্ছে না! কিন্তু কত যে কিছু লেখার ইচ্ছে আছে আর কত কিছু যে লেখার আছে! এটাও একটা ফাঁকিবাজি মার্কা পোস্ট।
মহা সমস্যা ...
যারা এখন ব্লগিং করছেন, আপনাদের কি কখনও এমন কোন সমস্যা হয়েছে? যেমন -
১/ অনেকের ব্লগে নিয়মিত পড়া ও অনেক কমেন্ট করলেও নিজের ব্লগের “নতুন ব্লগ লিখুন” এর দিকে ভুলেও তাকানোই হয় না?
২/ ব্লগ লেখার কথা ভুলেও মনে করেন না?
৩/ ব্লগ লেখার কথা মনে হলেই আতঙ্কে হাত-পা অবশ হয়ে যায়!
৪/ মাথায় হাজার হাজার লেখা আসলেও লিখতে বসলে সব উধাও হয়ে যায়?
৫/ ৩/৪ লাইন লেখার পরই দেখেন লেখা আর আগাচ্ছে না?
আমার এই সব গুলো সমস্যা হচ্ছে ! কোন একটা লেখা যদি মনে মনে ভেবে রাখি, লিখতে বসে তার ১ টা বাক্যের ১০ টা শব্দের ৫ টা মনে পরে আর লেখার পর দেখি ৩ টা শব্দ! মানে কোন বাক্যই হয় নাই! তার সাথে লেখার কথা মনে হলেই কোথা থেকে যেন জুজুর ভয় পেয়ে বসে! যেন লেখা লেখি একটা বিরাট আতঙ্কের বিষয়! আমার লেখালেখির ক্ষমতা যাও একটু ছিল এখন মনে হয় পুরোপুরিই গেছে! আর তার সাথে আলসেমি! দুইয়ে মিলে মানিকজোড়! আমার ব্লগিংয়ের ১২ টা বাজায় দিয়েছে!
সমাধান
কেউ কি আমার এই সমস্যার সমাধান দিতে পারেন? কিভাবে এই আতঙ্ক থেকে বের হবো !! বড় বিলাই আপুর কাছে সমাধান চাই
ভূতের মন্তব্য!
আমি এক বাক্যে সবার কাছে খুব খুব ভালো শ্রোতা বা পাঠক। বেশি কথা বলতে ভালো লাগে না। কথা শুনতে কোনই সমস্যা নেই। কিন্তু আমার ব্লগ বলছে আমি নাকি মন্তব্য করেছি ৯৩৫৬টি!! কেমনে করলাম! বিরাট রহস্য! ভূতে এসে করেছে মনে হয়!
ঘুমের রাজত্ব্ ... তারই ইচ্ছে
সারাদিন চোখে ঘুম নিয়ে ঝিমাই কিন্তু রাতে চোখ বন্ধ করলেই ঘুম নাই! যেন ভোজ-বাজির মতই ঘুম-বাবাজি উধাও! কি সমস্যা রে বাবা! কোথাও শান্তি নাই! একটু শান্তিতে ঘুমাব তারও উপায় নাই!
কবে যে বড় হমু!!!
প্রায় প্রতিরাতেই আম্মুর কাছে ধরা পরি পিসির সামনে বসে আছি না ঘুমিয়ে! আর শুরু হয় ঝারি দেয়া! আরও কত যে ঝামেলা করে বসে থাকি সারাদিন আর ঝাড়ি খাই তার তো কোন শেষ নাই! আম্মুর কাছে আমি এখনও পিচকি একটা মেয়ে! তাদের কাছে জীবনেও আর বড় হব না মনে হয়! এখনও মায়ের বকুনি খেতে হয়! আফসুস! কবে যে বড় হবো! আফসুস খাই খালি!
বই বই আর বই
ঘুম না হওয়ায় হুট করেই গল্পের বই পড়ার ঝোঁক আসছে। কিন্তু বাসায় ঘেটে দেখি তেমন কোন বই নাই! কিছু তিন গোয়েন্দার বই, তার মাঝে নাম পড়ে পড়েই সব কাহিনি মনে পরে যায়! এই বই গুলো অনেক বার পড়া হয়ে গেছে তাই আর ইচ্ছে করল না। কেন যেন খুব “অথৈ সাগর ১,২” পড়তে ইচ্ছে করছে। কিন্তু নেই কারও কাছে।
আরেকটা পেলাম “ফেলুদা সমগ্র” মানে বেশ কিছুদিন ব্যস্ত থাকা যাবে! এটা পড়তে বসে “শার্লক হোমস” পড়তে ইচ্ছে করছে। আবার লাইব্রেরী থেকে আনতে হবে মনে হয়। মনেই থাকে না। আর সাথে আলসেমি! কবে যে আবার যাব কে জানে!
পড়ার মাঝ পথেই “” গল্পতে পেয়ে গেলাম কিছু শব্দ –
Parapsychology - পাড়া-ছাই-চলো-যাই?
Exhibition - ইস্-কী ভীষণ,
Impossible - আম-পচে-বেল,
Dictionary - দ্যাখস-নাড়ী,
Governor - গোবর-নাড়ু ................ (সোনার কেল্লা)
হি হি হি হি! খিক খিক! হাসতে হাসতে পরে গেলাম প্রায়! সারাদিনের ম্যাড়ম্যাড়া মুড এক নিমিষেই ঠিক! কি সুন্দর মিলিয়েছে!
হাঁটতে হাঁটতে – কৃষ্ণ কলি
(এই গানটা আমার খুব প্রিয়। অনেক দিন পর খুঁজে পেতে এই গান টা বের করলাম। বেশ কিছুদিন ধরে শুনছি খুব। দিয়ে দিলাম এখানে। )
হাঁটতে হাঁটতে – কৃষ্ণ কলি
হাঁটতে হাঁটতে একটা নুড়ি
ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই
হাঁটতে হাঁটতে একটা নুড়ি
ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই
ভাবনা গুলো গড়াগড়ি
খাচ্ছে মাথায় খাচ্ছে বাড়ি
কখন হবে সমাধান খানি
কখন হবে জানাজানি
হাঁটতে হাঁটতে একটা নুড়ি
ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই
আকাশ বিছিয়ে সাদা আঁচল
চোখ মুছে দেয় ভিজিয়ে কাজল
এবার সুখে সবাই হাসে
একার বুকে স্বপ্ন ভাসে
নির্বাক ছোট মুখ
নির্বাক ভাসা বুক
একলার পথটা নির্লিপ্ত বহুদূর
হাঁটতে হাঁটতে একটা নুড়ি
ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই
নিঃশব্দে হেঁটে যাওয়া
নিঃশব্দে চেয়ে যাওয়া
নিঃশব্দে দিয়ে যাওয়া
নিশ্চুপ বেচে থাকি
ডুকরে কাঁদে ছোট্ট মুখ খানি
সব্বাই সবার অজানা বানী
নিঃশব্দে হেঁটে যাওয়া
নিঃশব্দে চেয়ে যাওয়া
নিঃশব্দে দিয়ে যাওয়া
নিশ্চুপ বেচে থাকি
ডুকরে কাঁদে ছোট্ট মুখ খানি
হাঁটতে হাঁটতে একটা নুড়ি
ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই
ভাবনা গুলো গড়াগড়ি
খাচ্ছে মাথায় খাচ্ছে বারি
কখন হবে সমাধান খানি
কখন হবে জানাজানি
হাঁটতে হাঁটতে
ঠুকতে ঠুকতে
একটা নুড়ি .....
**************
দ্বিতীয় জীবন
প্রতিদিন একটা করে মুভি দেখা আমার একটা অভ্যেস হয়ে গেছে। না দেখে ঘুমাতে পারিনা এমনই হয়েছে আমার! কাল দেখেছি "Big Fish (2003)"
গল্পটা ছিল, একজন মানুষ তার সাধারন জীবনের পাশেই বাস করেন আরেকটা লাইফে। তার সেকেন্ড লাইফ সেটা। ঠিক স্বপ্নের মত।
আমিও ভাবি, আমারও কি এমন একটা দ্বিতীয় জীবন আছে! আমি কি কখনও সেটা দেখতে পাব! না দেখতে পেলেও আমি কল্পনা করে দেখে নিব আমার সেই আনন্দের দ্বিতীয় জীবন।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:১১