somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু করার চেষ্টা

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[এই ছবিটা সেগুনবাগিচায়]


ব্লগে কথা হয় সোহায়লা আপুর সাথে আমার। আপুকে ভাল লেগে গেল। ফেইসবুকে এড করলাম। তার পর আরো ভাল করে পরিচয় হল আপুর সাথে।

আপু আমাকে ইনভাইট করলেন ‘Operation Piyaju-Beguni!!’ নাম। দেখে আমার ভাল লাগল। আমার বাসার কাছেই ছিল ১টা ইভেন্ট। ঠিক করে ফেললাম যাব। দেখেছি মাসের শুরুতেই। পরীক্ষা চলছিল তাই খোঁজ নিব নিব করে নেওয়াই হচ্ছিল না। ১৫ তারিখ রাতে হুট করে কল দিলাম তাসফিয়া আপু কে। আপু আমাকে জানালো , ১৭ তারিখ যেতে হবে দুপুর ২টায়, আপুর বাসায়।

আমি সবকিছু ঠিক করে রেখেছি মনে মনে, কি করব। পরদিন দেখি সকাল থেকে মেঘলা আকাশ। বের হলাম ১টায়। আর তখনি বৃষ্টি শুরু হয়ে গেছে। রিকশায় করে বাসা খুঁজে বের করে যেতে ১ ঘন্টা লেগে গেল। ২টায় পৌছাতে পারলাম। আমিতো খুব ভয়ে ছিলাম দেরি হবে ভেবে। তাসফিয়া আপুর সাথে পরিচয় হল।ছিল নিয়ামা আপু, সাবেরা আপু, রাকিব ভাইয়া, এহসান ভাইয়া। আরো ছিল সানিল সজব, মাসুদ রাহমান, ইমরুল হুদা অয়ন, এহসান , অঞ্জন সাজ্জাদ, সালমান হাসান, আরমিন জামান খান, অমি আহমেদ, রাকিব।


তাসফিয়া আপু সবার সাথে আলোচনা করে সব ঠিক করল। সবাইকে বুঝিয়ে দিল, কাকে কি করতে হবে। আমি একেবারেই নতুন আর কি করব, ঠিক মত করতে পারব কিনা সেটা নিয়েও অনেক চিন্তায় ছিলাম। .

মোট ১৪ জন কাজ করব, এক এক করে সবাই এসে পড়লো।
৩টায় খাবার আসা শুরু হল। সবাই মিলে কাজ শুরু করলাম। সব গুছানো, প্যাকেট করা। মোট ১০৫ টা প্যাকেট হল।
৫টায় ২ গ্রুপ করে বের হলাম। ১ গ্রুপ যাবে সেগুনবাগিচা। ২য় গ্রুপ যায় বেইলী রোড। আমি ছিলাম বেইলী রোড এর গ্রুপে।

আপু আমাকে গাড়িতে বসে থাকতে বললেন, সবাই বাইরে ঘুরে খুঁজে বের করলেন ছোট ছোট ছেলেদের, কাজ করে, অনেকে কাধে ব্যাগ নিয়ে আছে। এমন আরও কিছু বাচ্চাদের লাইন করে দাঁড় করানো হয়। তারপর এক এক করে সবার হাতে ইফতার দেওয়া হল। সবাই খুব খুশি মনেই নিয়েছে।
যাবার সময় দেখলাম অনেক গুলো ছেলে এক সাথে বসে খাবার খুলছে, এক সাথেই বসে খাবে মনে হল। আমাদের কাছে সব প্যাকেট শেষ,১টা আছে বাকি। আমরা খুজছিলাম কাকে দেওয়া যায়।
হঠাৎ ২টা ছেলে দৌড়ে আসল ,
একজন বলল, "আপা , আপা , আমাকে দেন, আমি পাইনাই"। কি করবে বুঝে উঠতে পারছিলেন না আপু,
বললেন, " আমাদের কাছে ১টাই আছে বাবু" ।
১জন কে সেটা দেওয়া হল। ছেলেটা অন্য ছেলেটাকে বলল, তুই আমার থেকে নিস। আমরা তো অবাক আর খুব ভালও লাগল, যে এত টুকু ছেলে তাও শেয়ার করতে শিখেছে।

এটা খুব ছোট ১টা কাজ ছিল। খুব কম দিতে পেরেছি আমরা। আমার মনে হচ্ছিল আরো যদি থাকত তা হলে আরো অনেক কে দেওয়া যেত। আজ আমরা শুরু করেছি, কাল আরো অনেকেই আসবে এভাবেই। সবাই এভাবেই শুরু করলে হয়তো আর অনেককিছু করে ফেলা যাবে। সেই আশায় রইলাম।

খুব ভাল ভাবেই সব শেষ হয়। অনেক ভাল লেগেছে কাজটা করতে পেরে। একেবারেই নতুন অভিজ্ঞতা এটা আমার জন্য।

সৃষ্টিকর্তা কে ধন্যবাদ আমাকে এমন একটা কাজে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।

আর সোহায়লা আপু কে অনেক ধন্যবাদ আপু আমাকে জানিয়াছেন, তানাহলে করা হত না আমার। আর তাসফিয়া আপু কেও ধন্যবাদ, কারন আপু আমাকে গাড়িতেই থাকার অনুমতি দিয়েছিলেন, আর সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন, নাহলে আমি হয়ত সবার মত. কাজ করতে পারতাম না।
আরাফাত ভাইয়া কেও ধন্যবাদ আমাকে এই লেখাটা লিখতে সাহায্য করার জন্য।
আর সব আপু আর ভাইয়া কে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করেছেন সে জন্য। সবাই এক সাথে কাজ করেছি বলেই সব ভাল ভাবে হয়েছে।

কিছু ছবি সে দিনের,



[এখানে সাজানো আমাদের ছোট চেষ্টার সামান্য ইফতারি]





[সেগুনবাগিচায় ইফতারি দেয়া হচ্ছে]



-------------------------------------
রামাদানের শুরু থেকেই প্ল্যান শুরু করে দেই আমরা ইফতার পার্টির , কোন রেস্ট্রুরেন্ট এবার কি স্পেশিয়াল অফার দিচ্ছে , কোথায় ফাটাফাটি সব ইফতার আইটেম, হোকনা গলা কাটা দাম ! সারাবছর তো আর ইফতার হয়না !! চকবাজার এর ক্রেইয এর পর নতুন স্টার এর ইফতার ফেস্টিভ্যাল, ভুতের ভুতুরে সব ইফতার ,বাচ্চা জিলাপীর আকর্ষন , বেইলিরোডের মুখরোচক সব খাবার দাবার , নামী হোটেল গুলোতে হেভভি ইফাতারের এডভার্টাইযমেন্ট , আমরা বিভ্রান্ত জাতি রামাদানের সংযমের শিক্ষা টা ভুলে উদর এর ওরশিপ করা শুরু করি , তারচেয়ে প্রধান হয়ে যায় ইফতার কে কেন্দ্র করে আড্ডা আর গেট টুগেদার! হয়তো অত খারাপ না ব্যাপারগুলো , কিন্তু আরো ভালোতো করা যায়!!

সেই চিন্তা থেকেই এই ইনিশিয়েটিভ কমিউনিটিএকশনের একশনিয়ার ছেলেমেয়েরা নেয়!
উদ্দেশ্য,
* পথশিশুদের সাথে ইফতার করা যারা ভিক্ষাজীবী নয় বরং কাজ করে।
* রিওয়ার্ড পাওয়া , আল্লাহ তো এই মাসে বেশী বেশী ভালো কাজ করতে বলেছেন!
* দলবদ্ধ ভাবে কাজে এগিয়ে এসে সব সময় স্ট্রাগল করা মানুষ গুলোর কাছে যাওয়া
* অপচয় না করে , চেইন ফুড কোর্টে অযথা খরচ না করে এমন ভাবে পার্টি করা যাতে মনটা অপার্থিব শান্তিতে ভরে যায় , যেটার কোন মূল্য নিরুপণ করা যায়না!
* একবেলা ভালো কিছু খাবারের ব্যাবস্থা করা ওদের জন্য , যেটা হয়তো সামানয় কিন্তু যে ভালোবাসা আর সহমর্মিতা সেখানে জড়িয়ে আছে তা অসামান্য!
*লিডারশিপ বিল্ডিং !
রামাদানে কমিউনিটিএকশনের বেশ আরো কিছু কাজের এটাও একটা ছিল।
সাতাশ তারিখ ট্রায়াল ভার্সনের পর টানা পনের দিন , সাতেরটি টিম এই কাজ করেছে সারা ঢাকায়। বিভিন্ন ভাবে , বিভিন্ন জায়গায়!

[এই অংশ টুকু সোহায়লা আপুর লেখা আমার অনুরোধে যেন সবাই পুরো ব্যাপারটা বুঝতে পারে।আপুকে অনেক ধন্যবাদ আমাকে এটা লিখে দেয়ার জন্য।]
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৪২
৪৭টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসলমানেরা ভাগ্যন্নোয়নের জন্য পশ্চিমে গিয়ে, পশ্চিমের সংস্কৃতিকে হেয় করে ধর্মের নামে।

লিখেছেন জেনারেশন৭১, ০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২০



এখন পশ্চিম চাহে যে, মুসলমানেরা যেন "ভাগ্যান্নষন"এর জন্য তাদের দেশে আর না যায়; কারণ, মুসলমানেরা পশ্চিমের সংস্কৃতিকে হেয় করার জন্য ধর্মকে ব্যবহার করে। একই আব্রাহামিক ধর্মের লোকজন হলেও,... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। অতঃপর সচিবালয়ের সেই পুড়ে যাওয়া কুকুর

লিখেছেন শাহ আজিজ, ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:০০




সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ষড়যন্ত্র তত্ত্ব আর পাল্টাপাল্টি দোষারোপের কারণে তদন্ত রিপোর্টে কী উঠে আসে সেটি নিয়ে বিশেষ আগ্রহ ছিল অনেকের। দুই দিকের আলাদা কক্ষে আগুন লাগা, কুকুরের মৃতদেহ,... ...বাকিটুকু পড়ুন

১৯৭২-এর স্বাধীনতার ঘোষণা পত্র ২০২৪-এর অর্জন না

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৯


৭২-এর রক্তস্নাত সংবিধান বাতিল করে । নিজেদের আদর্শের সংবিধান রচনা করতে চায় এরা‼️বাংলাদেশের পতাকা বদলে দিতে চায়! বাংলাদেশের জাতীয় সংগীত ভালো লাগেনা এদের!জাতিয় শ্লোগানে গায়ে ফোস্কা পরা প্রজন্ম... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই নয়, বিশ্ববিদ্যালয়েও ছিল

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪০



নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না। বিশ্ববিদ্যালয়, হোটেল এমনকি ব্যক্তিগত বাড়িতেও ছিল। আপনারা শুধু... ...বাকিটুকু পড়ুন

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে.....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০০

প্রতিযোগিতার এই দুনিয়ায় এখন আর কেউ নিজের মতো হতে চাই না, হতে চাই বিশ্ববরেণ্যদের মতো। শিশুকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতা। সব ছাত্রদের মাথায় জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার,... ...বাকিটুকু পড়ুন

×