চিরকাল এইসব রহস্য আছে নীরব
রুদ্ধ ওষ্ঠাধর
জন্মান্তের নব প্রাতে, সে হয়তো আপনাতে
পেয়েছে উত্তর।
গল্প উপন্যাসের টপিকস হিসাবে বাংলা ভাষার লেখকরা ভূতের গল্পকে তেমন পাত্তা দেয় না সম্ভবত, যে কারণে ভাল ভৌতিক গল্পের তেমন কোন নিদর্শন নেই বাংলা সাহিত্যে। ব্লগও তার ব্যাতিক্রম নয়, এখানে মূলত: লেখকরা প্রেমের গল্প লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কয়েক জন ব্যতিক্রমী লেখক ছাড়া। ভৌতিক গল্প গুলোকে বেশির ভাগ পাঠকই শিশুতোষ বিষয় মনে করেন, মূল সাহিত্য হিসাবে বোধহয় বিবেচনা করে না। যদিও বিশ্বাস যোগ্য ভৌতিক গল্প লিখে পাঠক কে ভয় পাওয়ানোর কাজটা খুবই জটিল বলে মনে হয় আমার কাছে।
যাই হোক এবার শেয়ার করছি সামহোয়ার ইন ব্লগে আমার দেখা কয়েকজন ভৌতিক গল্পের লেখক আর তাদের কিছু চমৎকার গল্প।
প্রথমেই বলবো নিথর শ্রাবন শিহাবের কথা। নামটা বোধ হয় অনেকের কাছে অচেনা লাগতে পারে, ব্লগার হিসাবে সে নতুন। এই লেখকের প্রথম লেখাটি আমি পড়ি ফেইস বুকে "ভুতের গল্প" নামের একটা পেইজে। পরে এক সময়ে দেখি তিনি এখানেও লিখছেন, তবে কেন যেন তার এই চমৎকার গল্প গুলোতে পাঠকের সংখ্যা দু:খজনক ভাবে কম।
তাঁর লেখার বিষয় বস্তু মুলত আধিভৌতিক চমৎকার লেখার ভাংগি আর পটভুমি।
টানটনা উত্তেজনা থাকে আগাগোড়াই, কখনোই মনে হয় না গল্পটা ঝুলে গেলো। তার কয়েকটি গল্প..........
১।উত্তর বঙ্গের এক প্রত্যন্ত গ্রামের ভাগী চাষী তাজল শেখের উপরে রহস্যময় দেব মূর্তির প্রভাব আর সেই সংক্রান্ত গা শিরশিরে সব ঘটনা নিয়ে রচিত আধিয়ার।
২। দ্বৈত জগত আর প্যারানরমাল প্রকৃতি নিয়ে লেখা চমৎকার একটা গল্প অমীমাংসিত।
৩।চতুরঙ্গে অনেক আশা নিয়ে ড: এমারনের সাথে কাজ করতে যান ড: নোভেরা। কিন্ত সেখানে সে মুখোমুখি হয় স্বপ্ন আর মৃত্যু আর প্যারানরমাল জগতের অদ্ভুত সব ঘটনার!
ভূতের আড্ডা ভাইয়ার কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে, নাম শুনেই নিশ্চয় অনুমান করতে পারছেন তার গল্পের বিষয় বস্তু কি হতে পারে! হ্যাঁ উনি জমজমাট সব একশত ভাগ খাঁটি ভূতের গল্প লিখতেন। যদিও তিনি এখন আর এই ধরনের গল্প একদমই লেখেন না, আর একটা গল্প অসমাপ্ত অবস্থায় রেখে দিয়েছেন (খুব খারাপ কাজ)।
ভূতের আড্ডার লেখা কয়েকটি গল্প........
১। ভয়
২। চক্র
৩।কোব্বালা
৪।কালো মানুষ
ইউনুস খান ভাইয়ার গল্প গুলোও ব্যাতিক্রমী, তার ভৌতিক গল্প গুলোর সবই গ্রাম বাংলায় যে সব ভুতের গল্প প্রচলিত ছিল সেই ধরনের। গভীর রাতে হারিকেন বা মশাল নিয়ে মাছ ধরা কিংবা যাত্রাপালা দেখতে যাওয়া গ্রামের মানুষদের জন্য আনন্দময় একটা বিষয়, আর ইউনুস খানের ভূতের গল্প গুলোতে ভূতের আগমন হয় সেই সময় গুলোতেই। চিরায়ত গ্রামের "আউলা" যারা মানুষের গলার স্বর নকল করে গভীর রাতে মাছ ধরতে নিয়ে যায় মানুষকে আর তারপরে পানিতে ডুবিয়ে মারে সেই আউলা বা নিশির ডাক তার বেশির ভাগ গল্পেরই মূল উপজীব্য। আত্মজীবনি স্টাইলে লেখা তার ভুতের গল্প গুলোর আবার একজন মূল চরিত্র আছে, তার নাম ভূত খেকো মজিদ!
এই লিংকে ওনার সব গুলো ভৌতিক গল্পের সংকলন পাওয়া যাবে।
সবাইকে রইলো ভূত মেলায় নেমন্ত্রণ। যাদের হার্ট দুর্বল তাদেরকে ভূত মেলায় না আসার জন্য অনুরোধ রইলো
নষ্টকবি নাম হলেও তিনি চমৎকার সব প্যারানরমাল, রহস্য রোমাঞ্চ গল্প লেখেন, ইদানিং অনেকেই নিশ্চয় তার এসব ছোট্ট কিন্তু গা ছমেছমে গল্প গুলো পড়েছেন। তার গল্পের যেটা আমার কাছে বেশি ভাল লাগে সেটা হলো স্বল্প পরিসরে পুরো বিষয়টা ফুটিয়ে তোলা।
যে সব লেখা ভাল লেগেছে.......
১।পুঁথি
২।ভুত
3.শেষ রাতের ট্রেন
৪।পরিবর্তন
৫।সিংহাসন
৬।লাশের অভিনেতা
৭। লাশ
৮।আজরাইল
৯।প্রতিশোধ
১০।পৌনপুনিক
১১।
ফোঁড়া
নষ্টকবি ভাইয়ের প্রতি অনুরোধ আপনার এই সব গল্প গুলো একসাথে করে যে কোন বই মেলায় বই প্রকাশ করে ফেলুন।
টিনটিনের ভৌতিক গল্প গুলো দেশি আর বিদেশী দুই পটভূমিকায়া লেখা। তার ভৌতিক গল্প গুলোতে আফ্রিকান ভুডু ম্যাজিক থেকে শুরু করে ওয়ার উলফ, ড্রাকুলা সব কিছুই আছে এবং এই গল্প গুলোর অনেক গুলোই রহস্য পত্রিকাতে প্রকাশিতও হয়েছে।
দেখে নেই টিনটিনের কিছু গল্প.........
১।হ্যালোইনের রাত (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী)
২।আস্তিক - একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী
৩।মধ্যরাতে কঙ্কালের সাথে। (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ রম্য-হরর গল্প)
৪।কালো যাদু - একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী
মিলটন ভাইয়া, উনি সাধারণত প্রবন্ধ টাইপের পোস্ট লেখেন। তবে তার নিজের জীবনে ঘটে যাওয়া কিছু রহস্যময় ঘটনা নিয়ে তিনি ধারাবাহিক ভাবে লিখছেন! গা শিউরে ওঠা সেই সব ঘটনা গুলো পড়তে চাইলে দেখুন......
আমার অমীমাংসিত রহস্যগুলো -৪
আমার অমীমাংসিত রহস্যগুলো -১
ব্লগ পড়তে পড়তে এক সময়ে আমার প্রায় বিশ্বাস জন্মে গিয়েছিল যে আপু ব্লগারদের গল্পের একমাত্র উপাদান হলো প্রেম, সাহিত্যের অন্যান বিষয়ে তাদের আগ্রহ মনে হয় একটু কম। সম্প্রতি কয়েকজন আপু সেই ধারণাটা ভেঙ্গে দিয়ে আমাকে হাপ ছেড়ে বাচিঁয়েছে তাদের মধ্যে অন্যতম ত্রিনিত্রি।
তার চমৎকার সব ভৌতিক গল্প গুলো ইতিমধ্যে নিশ্চয় সবাই পড়ে ফেলেছেন, না চোখে পড়লে নিচে দেখে নিন
১।রুম নাম্বার ২১৩
২।রাজকান্দির আতংক
৩। অভিশপ্ত আয়না
রোদেশী নামের নতুন এক ব্লগারের ভৌতিক গল্প গুলোও বেশ সুলিখিত...
১।
প্রতিশোধ (ভৌতিক গল্প)
২। ভয় (অনুলিখিত হরর কাহিনি)
৩। যুক্তিহীন সত্য ঘটনা-২ (ভৌতিক গল্প)
৪।কটকার খাল
ইমন জুবায়ের। তার গল্পের কথা নতুন করে কিছুই বলার নেই সবারই জানা। সাম্প্রতিক ঘটনাবলি থেকে শুরু করে ঐতিহাসিক বিষয় বস্তু সবই তার গল্পের টপিকস ইদানিং তিনি ভৌতিক গল্পও লিখেছেন বেশ কয়েকটি। যথারিতী এটাতেও তিনি সফল। তবে তার ভৌতিক গল্প গুলো পড়লে কেন যেন ভয়ের বদলে মায়া লাগে। গল্পের ভৌতিক চরিত্র গুলোর জন্য মায়া, কারণ গল্প গুলো অনেক বেশি মানবিক, অনেকটা মনোজ বসুর ভৌতিক গল্প গুলোর মতো।
ইমন ভাইয়ের যে ভৌতিক গল্প গুলো ভাল লেগেছে..
১। অশরীরী
২।সে
৩। প্রতিশোধ
৪।তাহলে কে এসেছিল
৫।মোহনার দ্বিতীয় জীবন
৬।গল্প: ওরা
৭।গল্প: গর্জনিয়ার উড়ন্ত লামা ও অলৌকিক নীলশঙ্খ
আরও একজন বেশ প্রতিভাবান ব্লগার ছিলেন যিনি শুধু মাত্র একটা ভৌতিক লিখেছিলেন, কেন যে আর পরে লিখলেন না। আমার মনে হয় এই বিষয়ে ধারাবাহিকতা রাখলে তার কাছ থেকে আমরা ভাল কিছু ভৌতিক গল্প পেতাম, ইনি হলেন লিপিকার।
ভুডু ম্যাজিক আর কালো যাদু নিয়ে লেখা তার উপন্যাসটি হলো তিন খন্ডের আঁধার বিলাস।
প্লানচ্যাট, আত্ম, ভূতে ইত্যাদি নিয়ে বিশ্লেষণ মূলক লেখা পড়তে চাইলে দেখুন সুমন ঘোষের দশ খন্ডের লেখা বিশ্বাস অবিশ্বাসে ভুত ও ভৌতিক ।
কবি শহিদুলের ভৌতিক গল্প ; ভয় ( বৈশাখী স্পেশাল ) গল্পটাও ভাল লেগেছিল। তবে তিনি এই একটাই গল্প লিখেছেন!
নীল বেদনার ভূতের গল্প গুলো আমি প্রথম পড়ি ফেইস বুকের সেই ভূতের গল্পের পেইজটাতে, পরে দেখি উনি অনেক আগেই এই গল্প গুলো সামুতে পোস্ট করেছিলনে, কেন যেন তখন চোখে পরেন। লেখার স্টাইল সাবলিল, আমার বেশি ভাল লেগেছে, 'ভাড়া বাড়ি'।
১।লাল চোখ (ভৌতিক গল্প)
২।ভাড়া বাড়ী (ভৌতিক গল্প)
সামহোয়ার ইনে ভৌতিক গল্প লেখকদের কথা বলতে গেলে একজনের নাম উল্লেখ করতেই হয় তিনি হলেন নাফে মোহাম্মদ এনাম , ভুতের গল্প লেখার কারণে যার নাম হয়ে গিয়েছিল হরর নাফে। এখনও মাঝে মাঝে অনেকেই মন্তব্য "ভয়ে আমার হাত পা....." শুধু এই টুকু লিখে অনেকই মন্তব্য করেন মজা করে, সামুতে এই শব্দের জন্মও নাফে ভাইকে কেন্দ্র করেই হয়েছিল। ভূতের গল্প লিখে তার মতো এত অলোচিত সমালোচিত আর কেউই বোধহয় হয়নি, তার প্রমাণ নাফিস ইফতেখারের এই পোস্ট ব্লগের সাম্প্রতিক হড়ড়ড়ড়ড় গল্প ও পোস্টগুলোর সংকলন গাছভুদাই™ সমগ্র
যাই হোক ব্লগে গল্প লেখার পাশাপশি তিনি হরর পত্রিকা আর একটা শর্ট ফ্লিমও বানিয়েছিলেন। এখন কি অবস্থা জানি না, অনেকদিন তাকে ব্লগে আর দেখি না।
অনেক তো ভূতের গল্পের লিংক দিলাম, তবে তেনাদের মানে এই সব ভুত পেত্নীদের ঠিকুজি কুলঝি, কে কেমন এই সব জানাও তো দরকার। ভূতের শ্রেণী বিভাগ, আচার আচরণ, কোথায় থাকে, কি খায় এসব সকল তথ্য জানার জন্য দেখুন ম্যাভেরিক ভাইয়ার বাংলার ভূত-পেত্নী ।
আজ এ পর্যন্তই।
সবাই ভাল থাকুন, সকলের জন্য ভৌতিক শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৭