শূন্য আসলো দেখতে,
বাইশজন কবিরাজ,
পিড়ি দিলাম বসলাম বসতে,
পেটের মধ্যে এউচ্চা কেউচ্চা,
একটানে হয়ে গেলো একটা ফেউচ্চা (ফিঙে)

বিবর্তন কাহীনি, স্লীম 'কিউ' থেকে একটা পেটমোটা কাঠবেড়ালী.............
কাঠবেড়ালি কাঠবেড়ালি
পেয়ারা তুমি খাও?
দুধভাত খাও, বাতাবি নেবু, লাউ?
বেড়ার বাচ্চা কুকুর ছানা তাও?
ডাইনি তুমি হোৎকা পেটুক,
খাও একটা পাও যেথায় যেটুক!!
বাতাবি নেবু সকল গুলো,
একলাই খেলে ডুবিয়ে নুলো!
তবে যে ভারী ন্যাজ উচিয়ে
পুটুস পাটুস চাও!
ছোঁচা তুমি,
তোমার সাথে আড়ি আমার যাও...
এবার হাঁস বিষয়ক চিত্রকাব্য..........


আয় হাঁস হাঁস হাঁস,
ভয় করে!!
কিসের ভয়?
বাঘের ভয়!!
বাঘ নেই তুই চলে আয়....
আজ এখানেই সমাপ্ত

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:০০