সেজান জুসের কারখানায় আগুন, একজন এ্যাডভান্স ফায়ার ফাইটার হিসেবে অবজার্ভ করলাম।
কর্পোরেট অফিস/ কলকারখানায় আমার ফায়ার সেফটির এক্সপিরিয়েন্স সুখকর নয়।আমি এমন অফিস দেখেছি যেখানে কোন ইমার্জেন্সি এক্সিট নেই এবং ফায়ার এক্সটিংগুইশার এর অবস্থান অফিসের বাইরে এবং আমার ধারনা প্রতিটি অফিসের ৯০% এমপ্লয়ি ফায়ার এক্সটিংগুইশার অপারেট করতে জানেন না!
অথচ সেইসব অফিসে পোড়ার মত কয়েক টন কাগজ আছে,সেই সব কাগজে আগুন লাগানোর যথেষ্ট উপকরণ আছে (এসি,কম্পিউটার ক্যাবল,ইলেকট্রিক ক্যাবল,স্টোভ ইত্যাদি) এবং এই সব অফিসে পোড়ার মত কয়েকশো মানুষ আছে।
সেজান জুসের মালিক সহ আটজন কে আটকের ঘটনা আমাকে সন্তুষ্ট করতে পারে নাই,একজন নিরপরাধ কর্মীর জীবন একশত জন দোষী ব্যক্তিদের শাস্তির বিনিময়ে পূরন হবার নয়। আমাকে সামান্য সন্তুষ্ট করতো যদি জানতে পারতাম সেইসব সরকারি কর্মকর্তা গ্রেফতার হয়েছেন যারা কলে-কারখানার নিরাপদ কর্মপরিবেশ এর অনুমোদন দিয়েছিলেন।
আমি আরো একজনকে খুজছি সেই কারখানার দায়িত্বশীল তত্বাবধায়ক (নাইট শিফটের এবং অবস্যই একজন প্রকৌশলী) সেই ভদ্রলোক কোথায়??
যদি ডিউটিতে নাইট শিফটে কোন তত্বাবধায়ক প্রকৌশলী না থাকে তাহলে এ দায় ১০০ ভাগ কারখানার মালিক কে নিতে হবে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪০