চট্টগ্রাম থেকে সীতাকুন্ডের দূরুত্ব ৩৫ কিমি।অলংকার মোড় থেকে সীতাকুণ্ডের বাস পাওয়া যায় সবসময়।ভাড়া জন প্রতি ৪০ টাকা।সময় লাগে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা। আপনাকে অলংকার মোড় এসে সীতাকুণ্ডের বাসে সীতাকুণ্ড বাজারে গিয়ে নামতে হবে।আসলে বাস যেখানে আপনাকে নামিয়ে দেবে সেটা সীতাকুণ্ড বাজার নয়,আপনাকে মেইনরোডে বাস নামিয়ে দেবে।রাস্তা পার হলেই বাজার।আপনি এক দিনে কয়েকটি স্থান ভিজিট করতে চাইলে সকাল নয়টার মধ্যে সীতাকুণ্ড বাজারে থাকতে হবে।
সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ মন্দির পাহাড় দুই কিলোমিটার। সিএনজিতে জন প্রতি ভাড়া বিশ টাকা,রিজার্ভ ১০০ টাকা। পাহাড়ের চুড়ায় উঠতে চাইলে সকাল সকাল ওঠা ভালো।রোদের তেজ কম থাকে।কাছে ব্যাগ /ভারি বস্তু থাকলে অনেক দোকান পাবেন যারা বিশ টাকার বিনিময়ে ব্যাগ জমা রেখে টোকেন দেয়,ফিরে এসে টোকেন দেখিয়ে ব্যাগ নিয়ে নিতে পারবেন।
পাহাড়ে ওঠার মুখে লাঠি পাবেন,যেটা উপরের দিকে উঠতে খুবই হেল্পফুল।ত্রিশ টাকার বিনিময়ে একটি লাঠি নিয়ে নিতে পারেন।ফিরে এসে লাঠি ফিরিয়ে দিলে বিশ টাকা ফেরত পাবেন।
উপরে ওঠার সময় করনীয় ঃ
**চোখ মাটিতে রাখবেন।
**প্রতিটা স্টেপ দেখে পা ফেলবেন।
**হাতের লাঠিটাকে কাজে লাগান।
**সামনের জনের দিকে খেয়াল রাখুন,সে পড়ে গেলে আপনার গায়ে পড়বে।আর এমন যদি ভয় তাহলে খুব ভয়াবহ বিপদে পড়বেন।
** বিশ্রাম নিন,যতক্ষণ এনার্জি না পান।
**প্রচুর পরিমানে লেবুর শরবত এবং স্যালাইন পান করুন।
**থামার জন্য সেফ জায়গা বেছে নিন,কারন অতিরিক্ত ক্লান্তিতে মাথা ঘুরে নিচে পড়ে যেতে পারেন।
** উপরে ওঠার সময় ক্লান্ত শরীরে নিচের দিকে তাকাবেন না,হাইটোফোবিয়া থাকলে মাথাঘুরে পড়ে যেতে পারেন (মনে রাখবেন আপনি এমন একটা জায়গায় আছেন,মানুষ চাইলেও সহজে আপনাকে সাহায্য করতে পারবে না,সো সেফটি ফার্স্ট)
**পকেটে লম্বা পলিথিন রাখতে পারেন,যেন শরীর খুব বেশি ক্লান্ত লাগলে শুয়ে বিশ্রাম নিতে পারেন।
**** হার্টের অসুখ/ অথবা অন্য কোন অসুখ থাকলে পাহাড়ে ওঠার আগে ডাক্তারের পরামর্শ নিন।
** পোশাক ঃ ছেলেদের জিন্স,ট্রাউজার, টি-শার্ট, জুতা(কেডস),ক্যাপ।
মেয়েরা ঢোলা কাপড় এভয়েড করুন।
পাহাড়ে ওঠার সময় কিছু দূর পর পর দোকান পাবেন।লেবুর শরবত, স্যালাইন, ডাবের পানি,চা, কলা,বিস্কিট সহ অনেক কিছুই পাবেন।
একেবারে চূড়ায় একটি মন্দির আছে,একটি পুলিশ ফাঁড়ি আছে এবং আছে চোখ জুড়ানো প্রকৃতি।
চূড়া থেকে নামার সময় একদম খাড়া সিড়ি পাবেন (নামার জন্য অন্য রাস্তা) ,মনে রাখবেন কখনই নিচে তাকিয়ে নামবেন না।সব সময় পরবর্তী ধাপের দিকে তাকিয়ে নামুন।
#### যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না,তা নির্দিষ্ট জায়গায় ফেলুন####
হ্যাপি ট্রাভেলিং.....
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:২৬