দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও চার জন। এ নিয়ে সুস্থ বাড়ি ফেরার সংখ্যা ১৫।
আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।(সূত্র ডেইলি স্টার)
সরকার ভূল করেছে।ভাইরাস আটকাতে ছুটি দিয়েছে।মানুষ এটা ঈদের ছুটি হিসাবে নিয়েছে।একজন আর একজনের গায়ে গা লাগিয়ে গ্রামে ছুটেছে।তারা গ্রামে গিয়েই ক্ষান্ত হয় নাই, চায়ের দোকানে রাস্তার মোড়ে আড্ডা দিয়েেছে।
এতো কিছুর পর আপনারা মিডিয়ায় এসে বলছেন এই সব কথা?? ওকে ফাইন মেনে নিলাম,বাট আপনারা পরীক্ষা করিয়েছেন কয় জনকে?? বর্তমানে দেশে করোনা উপসর্গ নিয়ে কয় জন আছে তার কি কোন হিসেব আপনাদের কাছে আছে??
পারলে আমার প্রশ্নের জবাব দেন।
https://www.facebook.com/114957138614134/posts/2602245793218577/
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৮