
১। স্ত্রীর লাশ কোলে করে এক সাধারণ বাঙ্গালী। ভেবে দেখুন লোকটি আপনার পিতা হতে পারতো, আর কোলের মহিলা আপনার জন্মদাত্রী।

২।জীবনের শেষ প্রান্তে এসে হাতে তুলে নিলেন মারনাস্ত্র, যেন আমি আপনি দেশটিকে পূর্ব পাকিস্তান বলতে না পারি।

৩। (ডান থেকে তিন নাম্বার) বয়স তার কতই হয়েছে? হাতে তুলে নিয়েছে সাড়ে ছয় কেজি ওজনের একটি রাইফেল।

৪।যুদ্ধের জন্য যাচ্ছে। জানেনা কোনদিন ফিরে আসতে পারবে কিনা।

৫।ভারী আর্টিলারী মেশিন গান চালোনোর প্র্যাক্টিস করছে মুক্তি বাহীনি।

৬। দেশের স্বাধীনতার জন্য অস্ত্র চালানোর প্র্যাক্টিস করছে মুক্তি বাহীনি।

৭। মৃত পাকি সৈন্যের লাশ কাঁধে এক পাকিস্তানি জাওয়ান।

৮।লুকিয়ে গেরিলা হামলার প্রস্তুতি নিচ্ছে মুক্তি বাহীনি।

৯।আকুতোভয় একজন বাঙ্গালী যুবক।

১০। ওল্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সাল জানা নেই।

১১। টাইম ম্যাগাজিনের কাভার পেজে বাংলাদেশের মুক্তি যুদ্ধ।

১২। জলাভুমিতে দাঁড়িয়ে উল্লাসিত মুক্তি বাহীনি।

১৩।ঢাকার রাস্তায় মুক্তিযোদ্ধারা।

১৪। রণক্ষেত্রে মুক্তি বাহীনি।

১৫। পাকিস্তানি সেনাবাহীনির আত্মসর্পনের সময়ে তোলা রঙ্গিন ছবি।

১৬। পাকিস্তানী আমলে সি আই এ'র বিমান যা ঢাকা থেকে তিব্বতে যুদ্ধের উদ্দ্যেশ্য যাত্রা করছে।



১৮।Freedom Fighters returning home at the end of the War of 1971, entrance to Rivington Place Gallery exhibit, U.K. :

১৯। জেনোসাইড নিয়ে বিদেশী সাংবাদিকের প্রতিবেদন

২০। মুক্তি বাহীনির হাতে রাজাকারদের শাস্তি প্রদান।
২১।


২২। যুদ্ধের ময়দানে
অনেক বলে ফেলেছি এখন শুধু দেখুন
২৩।

২৪।

২৫।

২৬।

২৭।


২৮। পাকিস্তানীদের ধর্ষনের শিকার এক নারী।
২৯।


৩০। রায়ের বাজার বদ্ধভূমিতে রশিদ তালুকদারের মৃত মুখ। যা দেখে পাষানে ভাঙ্গে হৃদয়।

৩১। আবারো সেই রায়ের বাজার বদ্ধভূমি।
এবার আসি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গিতে;
৩২।

৩৩।

৩৪।

৩৫।


৩৬। নিয়াজী ও শরীফ হামলাএ পরিকল্পনা করছেন।

৩৭। যৌথ বাহীনির কাছে আত্ম সমর্পনের পূর্বে হাত মেলাচ্ছেন আনসারী।
বাংলাদেশের যুদ্ধের শেষ মুহুর্তের কিছু দৃশ্য

৩৮। আমার ছোট্ট ভাইটিকে দেখে রাখিস আমার মা।
৩৯।


৪০। ভারতীয় আশ্রয়কেন্দ্রে বাংলাদেশী রিফুজী ও সেনাদের কুচকাওয়াজ।

৪১। পদ্মার হার্ডিঞ্জ ব্রীজের উপরে বিদ্ধস্ত পাকিস্তানী ট্যঙ্ক।

৪২। আত্মসমর্পনের ঠিক আগ মূহুর্তে জেনারেল নিয়াজি

৪৩। এন বি সি নিউজে সাক্ষাৎকার দিচ্ছেন একজন বীরাঙ্গনা

৪৪। এন বি সি নিউজের ক্যামারায় একজন দেশ পলাতক রাজাকার।

৪৫। বাঙ্গালীরা দেশে ফিরছে।
৪৬।

৪৭। আমাদের বিজয় দিবস।
এত প্রমাণের পরও যারা বলে ওটা একটা সিভিল ওয়্যার ছিলো তাদের ধিক। শুধু মাত্র রাজাকারদের না পাকিস্তানি মেজর জেনারেলদেরও বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।
[বিশেষ দ্রষ্টব্য যেহেতু, আমাকে জেনারেল ব্লগার করে রাখা হয়েছে সেহেতু পোস্টটির ব্যাপক প্রসারের জন্য প্রত্যেক ব্লগার ভাইদের অনুরোধ করছি। সকলেই ভালো থাকবেন নিরন্তর।]
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ দুপুর ১২:২৮