
উপরের ছবিটি দেখুন। স্ক্রাপ হয়ে যাওয়া কোন বাসের ছবি নয় এটি!!! দিব্যি চলছে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায়। আজ এই বাসটিতে চড়ে অফিসে এলাম। কি অদ্ভুত!!! কোন দূর্ঘটনা ছাড়াই ঠিক ঠাক মত কারওয়ান বাজারে এসে নামলাম। 'ঢাকা সিটি সুপার সার্ভিস' কম্পানীর এই বাসটি মিরপুর-১২ থেকে মিরপুর-১ এবং ফার্মগেট হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত চলাচল করে। কোন যন্ত্রাংশই যার কাজ করে না, এমন যানবাহনও চলাচল করে ঢাকার রাস্তায়। এদেরকে রাস্তায় নামতে দিলে দূর্ঘটনা ঘটবে না কি হবে??? মোবাইল ফোনের ক্যামেরায় ছবিটি আমার নিজের তোলা।
সম্প্রতি আমাদের যোগাযোগ মন্ত্রী বলেছেন, ভেতরের অবস্থা যাই থাকূক, ঢাকার রাস্তায় চলতে হলে সব যানবাহনের বাইরের দিক ফিটফাট রাখতে হবে। তার এই আদেশের বাস্তব চিত্র হচ্ছে এই ছবিটি।







ঢাকার বাস্তায় কারও জীবনেই আর নিরাপদ নয়, এইসব যানবাহনের কারনে।