সিঙ্গাপুর যাওয়ার জন্য টাইগার এয়ারওয়েজের প্রোমোশোনাল অফারে টিকিট কিনেছি গত জানুয়ারি মাসে। মাত্র ২০০ ডলারে আপ-ডাউন। মাঝখানে আবার ব্যংককও যাওয়ার প্লান আছে। সেজন্য একই এয়ারলাইন্সের সিঙ্গাপুর-ব্যাংকক-সিঙ্গাপুর টিকিটও করেছি। সব ঠিক ঠাক থাকে আগামী ২৮ এপ্রিল ঢাকা থেকে সিঙ্গাপুর, ১মে সিঙ্গাপুর থেকে ব্যাংকক, ৪ মে ব্যাংকক থেকে সিঙ্গাপুর এবং একই দিনে আবার সিঙ্গাপুর থেকে ঢাকা ফিরে আসব।
কিন্তু সব ঠিক নাই । সিঙ্গাপুরের ভিসা নিয়ে সমস্যায় পড়েছি। ভিসা আবেদল করতে যেকোন সিঙ্গাপুর নাগরিকের কাছ থেকে একটা LOI (লেটার অব ইন্ট্রোডাকশন) ফরম পূরণ করিয়ে নিতে হয়। আমার কোন বন্ধু নাই যে সিঙ্গাপুরের নাগরিক। এই ফরম ছাড়া আবার বাংলাদেশিদের সিঙ্গাপুরের ভিসা দেয়া হয় না। অবশ্য যারা সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট করেন, তাদের এই ফরম লাগে না।
এখন কেউ কি আছেন আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন? আপনাদের কারও পরিচিত কোন সিঙ্গাপুর নাগরিক থাকলে যদি কে|উ দয়া করে একটু ব্যবস্থা করে দেন তাহলে খুবই উপকার হয়।
এরই মধ্যে প্রায় ১০০০ ডলার খরচ হয়ে গেছে টিকিট আর হোটেল বুকিং মিলিয়ে (সিঙ্গাপুর- ব্যাংকক)। হোটেল বুকিং এর টাকাও পেইড।
হোটেলে যোগাযোগ করেছি। তারা বলেছে, সিঙ্গাপুর সরকারের নিয়ম অনুযায়ী কোন হোটেল কর্তৃপক্ষ এই লেটার ইস্যু করতে পারে না। আর আমার প্রতিষ্ঠানের সিঙ্গাপুর অফিস জানিয়েছে, ব্যাক্তিগত ভ্রমণ হওয়ায় তারাও এটা ইস্যু করতে পারছে না ।
সাহায্যের আশায় বসে রইলাম। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৫