ওপেনসোর্স সফটওয়্যার মূলত ডেভলপারদের খুব পছন্দের জিনিস। তবে সাধারন ইউজারদের জন্য ফ্রিওয়্যার সফটওয়্যার সবচেয়ে বেশী মূল্যবান। তাই এখানে ক্যাটাগরি ভাগ করে কিছু সফটওয়্যার দিলাম......
এই পোষ্টটা মূলত অফিস সফটওয়্যারসমূহ নিয়ে। পরবর্তীতে ইন্টারনেট, চ্যাট, পি২পি, কম্প্রেসার, সিকিউরিটি, নেটওয়ার্কিং, সার্ভারিং, অডিও, ভিডিও, ছবি এসব ক্যাটাগরির সফটওয়্যারের উপরও পোষ্ট দেব।
ওপেন অফিস
প্রথমেই যে সফটওয়্যারটির কথা বলতে হয় সেটি হল ওপেন অফিস। মাইক্রোসফট অফিসের প্রায় সবই এটি দিয়ে করা যায়। আর এটি পুরোপুরি ফ্রি।
ডাউনলোড করুন:
http://download.openoffice.org/index.html
এবি ওয়ার্ড
এরপর আছে এবি ওয়ার্ড। এটিও এমএস ওয়ার্ডের মত একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
ডাউনলোড করুন:
http://www.abisource.com/
আটলান্টিস নোভা
এটি বেশ দ্রুত লোড হয় এবং বেশ পাওয়ারফুল ও দক্ষ ওয়ার্ড প্রসেসর।
ডাউনলোড করতে:
Click This Link
এডোবি পিডিএফ রিডার
এটি সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। কোন ফাইলের পিডিএফ ভার্সন পড়ার জন্য এটি সবচেয়ে ভাল সফটওয়্যার। পিডিএফ ফাইলের সবচেয়ে বড় সুবিধা হল এতে ডকুমেন্টের স্টাইল নষ্ট হয় না। পিডিএফ মানে হল পোর্টেবল ডকুমেন্ট ফরমেট। এটিতে ডাটা ভেক্টর গ্রাফিক্স হিসেবে থাকে।
ডাউনলোড করুন:
Click This Link
সানবার্ড
এটি মূলত মজিলা টুলকিট এর উপর নির্মিত একটি ক্যালেন্ডার এপ্লিকেশন। এটি বেশ কাজের এবং সহজে ব্যবহারযোগ্য।
ডাউনলোড করুন:
Click This Link
ফ্রেইজ এক্সপ্রেস
এটি অত্যন্ত কাজের একটি ক্লিপবোর্ড ইউটিলিটি। এটি অধিক ব্যবহৃত ফ্রেইজগুলো মনে রেখে কাজে অনেক সাহায্য করে।
ডাউনলোড করুন:
http://download.phraseexpress.com/
এটি নোটস
এই সফটওয়্যারটি প্রায় ৪৬ টি ভাষায় পাওয়া যায়।
ডাউনলোড করুন:
http://atnotes.free.fr/
আশা করছি কাজে লাগবে..........
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫