somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত এলোমেলো পথ হেটেছি দু'জন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"কিরে তোকে খুব খুশী খুশী লাগতেছে ঘটনা কি ? আবার প্রেমে ট্রেমে পড়সস্ নাকি ? " জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রাজিব তার ছোটো বেলার বন্ধু মাহমুদের হাসোজ্জল মুখের দিকে। "ধূর ! হালা আর কথা পাস না, জীবনে একবারই প্রেম করছিলাম আর এমন ছ্যাকা খাইছি পুরাই ব্যাকা হইয়া আছি। No More Prem ." বলে হেসে উড়িয়ে দিল রাজিবের কৌতুহলি প্রশ্ন ।সেই ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্লাস থ্রী থেকে দু'জনের পরিচয়। কত মান -আভিমান, ঝগড়া -খুঁনসুটি ,কত এলোমেলো পথ হেঁটেছে দু'জন ।এভাবেই রাজিব আর মাহমুদের বেড়ে উঠা , কেটে গেছে শৈশব, কৈশর এমনকি আজকের তারুন্য। একজনের সুখ -দুংখ, বেদনা-বিষন্নতা অন্যজনকে ছুঁয়ে যায় ।

রাজিব ছোট বেলা থেকেই মাতৃস্নেহ বঞ্চিত । বাবা- মার ডিভোর্সের কারনে রাজিবের দায়িত্ব পড়ে বাবার উপোড়। সরকারি কর্মকর্তার বদলির চাকুরির কারনে রাজিব কে সাথে রাখা বাবার পক্ষে সম্ভব ছিল না তাই নিতান্ত বাধ্য হওয়েই একমাত্র সন্তানকে ভর্তি করে দিলেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ক্লাস থ্রীতে । মা ছেড়ে চলে গেছেন বাবাও হোস্টেলে রেখে নিজ শহর ময়মনসিংহ ফিরে গেছেন ছোট্ট রাজিবের তাই বুক ভরা অভিমান , ক্ষোভ, ক্রোধ সবার উপর । দুষ্টু রাজিবের একমাত্র বিনোদন ছিল ক্লাসের ছেলেদের উত্যাক্ত করা ।

মাহমুদ গ্রামের মেধাবী ছেলে, পিতৃহীন শান্ত মুখচোরা স্বভাবের মাহমুদ চার বোনের একটি মাত্র ভাই। শত অভাব অনটনের মাঝেও গ্রামের স্কুলের শিক্ষিকা মা ছেলে মেয়েদের মাঝে নৈতিকতা,সততা, আত্মমর্যাদার বীজ বপন করে দিয়েছিলেন । মুলত হেডস্যারের পরামর্শেই মাহমুদের মা ছেলে পর্যাপ্ত সুজোগ সুবিধা বেশি পাবে এই আশা নিয়ে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি করান ।সেই একই বয়সি মাহমুদকে রুমমেট হিসেবে পেয়ে রাজিব খুবই খুশি ।হবেই না বা কেন , এখানে কে ওকে ভাই এর মত আগলে রাখবে ?
তারপর স্কুল কলেজের গন্ডি পেড়িয়ে রাজিব ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে MBA শেষ করে সনামধন্য টেলিকম কোম্পানিতে ঢুকলো মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আর মাহমুদ একই ইউনিভার্সিটির Computer Science থেকে পাশ করে ক'জন মিলে নিজেদের ছোট্ট একটা ফার্ম খুলেছে ।
মাহমুদের business করবার মত টাকা ছিল না, প্রায় ৭ লক্ষ টাকা রাজিব তাকে দিয়েছে তাও তার বাবার রেখে যাওয়া FDR ভাঙ্গিয়ে আজো মনে আছে সেদিনের কথা । দু'জনে মিলে আড্ডা দিচ্ছিল TSC র মাঠে । মাহমুদের শুকনো মুখ দেখে রাজিব বার বার কারন জিঙ্গেস করছিল কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি । রাজিব ভাবল হয়তো নতুন নতুন মেসের জীবনে অভ্যস্হ হতে পারছেনা ।শেষে রাজিবের চাপাচাপিতে মাহমুদ বলতে বাধ্য হয় ৩জন মিলে যে ফার্ম খুলবার কথা ছিল তা আর হচ্ছে না টাকার অভাবে, অথচ পুরো business plan টা মাহমুদ করেছে । মাহমুদের পক্ষে ১ লক্ষ টাকাই যেখানে যোগার করা সম্ভব না সেখানে ৭ লক্ষ টাকা তো কল্পনাই করা যায় না। দেশে যে টুকটাক জমিজিরাত ছিল বড় দুই বোনের বিয়েতে শেষ , মায়ের পেনশনের গুটি কয়েক টাকা দিয়ে ছোট বোনকে নিয়ে মা চলেন আর মাহমুদ তো সারাটা জীবন চালিয়ে দিল টিউশন আর স্কলারশিপের টাকা দিয়ে। শুনে রাজিবের কি হাসি .........."দোস্ত এত চিন্তা করস কেন ? এক সপ্তাহের মধ্যে তোর টাকা যোগার কইরা দিমু নে, জানসই তো বাপ মরনের সময় ময়মনসিংহ শহরের একতলা বাড়ী আর কিছু টাকা রাইখা গেছিল এখন ঐ টাকা তোরে ধার দিমু পারলে এক বছরের মধ্যে শোধ কইরা দিস ।" মাহমুদ কিছু বলতে পারল না বন্ধুর হাত দুটি কেবল ধরে থাকল, দুফোটা উষ্ণ চোখের জল বলে দিল হৃদয়ের আকুতি । সৃস্টিকর্তা তাকে আর কিছু দিক না আর না দিক মেধা আর কঠিন পরিশ্রম করবার ক্ষমতা দিয়েছে। দিন যায় এদিকে রাজিবের ব্যস্ততা ব্রান্ড মার্কেটিং নিয়ে বাড়ে মাহমুদেরও একই অবস্হা । দিন রাত ছুটতে হয় খুলনা, রাজশাহি, চট্টগ্রাম, নারায়নগঞ্জ এমনি আরো কত জায়গায় ।
ওদের যোগাযোগ কমে আসে, আগের মত দুই বন্ধুর দেখা হয় না প্রতিদিন, তবে সুজোগ পেলেই ছুটির দিনে আড্ডা দেয় । ক'দিন আগে মালিবাগের অফিস ছেড়ে মহাখালি অফিস নিয়েছে ওরা , নতুন অফিসে রাজিব কে চা খেতে ডাকে মাহমুদ , বন্ধুর উন্নতিতে অনেক খুশি রাজিব জমিয়ে আডডা দিয়ে যায়। যাবার সময় হাতে একটা খাম ধরিয়ে দেয় তাতে ৩ লক্ষ টাকার চেক আর মাহমুদ বলে ৭ মাসে এর বেশী দিতে পারিনি তোকে কিন্ত্ত কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি বাকিটাও দিয়ে দিতে পারবো। চিটাগং শিপইয়ার্ডে online ordering system একটা বড় কাজ পেয়েছে মাহমুদ রা । ওটার বিল পেলেই বাকিটাকাটা পরিশোধ করবে সে-----------অবশেষে ঋণমুক্ত । আহ্ ভাবতেই কেমন লাগছে মাহমুদের ।পরশুদিন মিটিং এ ছিল রাজিব তাই মাহমুদের ফোনটা রিসিভ করতে পারেনি, পরে আর মনে ছিল না । আবার রাতে ঘুমাতে যাবার আগে ফোনটা সাইলেন্ট করতে গিয়ে মনে পড়ল।ফোন দিতেই মাহমুদের হাসি খুশী গলা । বসে আছে সৌদিয়া পরিবহনের বাসে , রাতের বাসে চট্টগ্রাম যাচ্ছে বিল আনতে কালকেই আবার ফিরে আসবে ঢাকায় ।

রাজিব বকা দিল এই টাকা টাকা করবার জন্য, এইসব কথা ভাল লাগে না আর শুনতে । ধমক খেয়ে চুপ মেরে গেল মাহমুদ কিছুক্ষন যাপিত জীবনের গল্প বলে দু'জন, রাত আনুমানিক ১ টার দিকে ফোন রেখে ঘুমাতে যায় রাজিব।
ভোর ৪:১৫ কুমিল্লা চৌদ্দগ্রাম থানা থেকে ফোন এসেছে। ঘুম জরানো চোখে রাজিব ফোনে ধরে ওপাশ থেকে পুলিশ কন্সটেবল বলে যাচ্ছেন।'লাসট কল টা আপনার ছিল বলে আপনাকে বিরক্ত করছি আপনি কি মাহমুদুর রহমানের কিছু হন ? রাজিব হমম্ ছাড়া আর কিছু বলতে পারল না। লোকটি বলে চলল দয়া করে এখুনি আসতে পারবেন চৌদ্দগ্রাম
থানায় , বাস এক্সিডেন্টে ৪ জন স্পট ডেড আর ৯ জন আহত । আহত দের স্হানীয় হাসপাতালে নেয়া হয়েছে । আর মৃতদেহ সনাক্ত করবার জন্য আপনাকে দরকার । এটুকু শুনেই হাতের ফোনেটা মাটিতে পরে গেল
লোকটি আর কি কি যেন বলছিল রাজিবের কানে যাচ্ছিল না। ঝটপট উঠে কাপড় পরে নিবে এটাও ওর দ্বারা হচ্ছে না । টিশার্ট একটা কোনোমতে গায়ে চাপিয়ে হাফপ্যান্ট ,স্পঞ্জের চপ্পল পড়ে রাস্তায় নামল রাজিব । এত ভোরে রাস্তায় মর্নিং ওয়াকের লোকজন ছাড়া কেউ নেই। যানবাহন আসবে কোথা থেকে ? চট করে মনে পড়ল অফিসের গাড়িটা কাছেই আছে গ্যারাজে, ড্রাইভার কে ডেকে তুলে সেটা নিয়েই রওনা হল রাজিব ।
তার প্রানের বন্ধুকে তুলে আনতে। " বন্ধু তুই কেমন আছিস বল ? খুব কষ্ট হচ্ছে ? দোস্ত তোকে ছাড়া গত ২০ টা বছর আমি আমার জীবন কাটায়নি ,সেই ছোট্ট বেলার সাথী আমার কি করে পারলি আমায় এমন একা করে চলে যেতে ? যেই কাধে হাত রেখে আমারা দুজনে হাসতে হাসতে হোস্টেলের রুমে ফিরে আসতাম সেই কাধে তোর লাশ বহন করতে হবে আমাকে এখন ।" রাজিবের চোখ ভিজে যায় ডুকরে কেঁদে উঠে সে। সৃষিটকর্তা তার একমাত্র সুখ-দুংখের সাথী কে তুলে নিয়ে গেলেন তারই পাওনা টাকা ফিরত দিবার জন্য মরিয়া হয়ে উঠেছিল তার বন্ধু । নিজেকে কি বলে সান্তনা দিবে সে ? মাহমুদের মৃত্যুর দায়ভার কি তার উপড়ো বর্তায় না ? সে কি বলতে পারত না এত তাড়াহুড়ার কিছু নেই , আরো একটু সময় নে............ঈশ্বর তুমি এ আমাকে কি নড়ক যন্ত্রনায় ফেলে দিলে !

এক হারিয়ে যাওয়া বন্ধু
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মি সোহেল তাজের বিবাহ এবং আমার চিন্তা ভাবনা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯


মি সোহেল তাজের আপাতত ফাইন্যাল বিবাহকে আপনারা কে কিভাবে দেখলেন জানিনা, তবে আমার কাছে বেশ ভাল লেগেছে, আমি মনে সাহস ও আনন্দ পেয়েছি। ইটস এ পাওয়ার ক্যাপল নাও! প্রচুর... ...বাকিটুকু পড়ুন

নামাজ পড়ানোর জন্য টাকা না দিলে ইমাম খুঁজে পাওয়া যাবে?

লিখেছেন রাজীব নুর, ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩



টাকা না দিলে নামাজের জন্য ইমাম খুজে পাওয়া যাবে না।
টাকা না দিলে মসজিদে আযান দেওয়ার জন্য লোক খুজে পাওয়া যাবে না। টাকা না দিলে ওয়াজ করার জন্য... ...বাকিটুকু পড়ুন

হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বাংলাদেশ এম্বেসির হাফেজ ফার্স্ট সেক্রেটারির সাথে দেখা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮

আমি কয়েক বছর ইংল্যান্ডে ছিলাম। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে থেকেছি। তাই, ইউরোপীয় কালচারের সাথে বেশ পরিচিত। একদিন, সেই দেশের একটি ইউনিভার্সিটি'র মসজিদে বসে রয়েছি, হঠাৎ মিষ্টি কিন্তু দরাজ... ...বাকিটুকু পড়ুন

আজকের দিনটি বিশ্ব ও বাংগালীদের জন্য ১টি ভয়ংকর সময়ের সুচনা হতে পারে।

লিখেছেন জেনারেশন৭১, ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭



আপডেট:

সকাল ৯:০০ টা: ট্রাম্প এক চার্চে; কিন্তু সে ধর্মের ধারও ধারে না।
৯:২০: চার্চ সার্ভিস শেষ, হোয়াইট হাউসে যাচ্ছে।
৯:৫৫ : বাইডেন এই মহুর্তে... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্টের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প(তারাম) !

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৩০



বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো"। ওয়াশিংটন ডিসিতে দুপুর বারোটার সময় দুইটি বাইবেল স্পর্শ করে ডোনাল্ড ট্রাম্প... ...বাকিটুকু পড়ুন

×