শেষ পর্যন্ত পাসপোর্ট টা হাতে পেলাম, তাও নির্ধারিত সময়ের ৬ দিন আগেই



পাসপোর্ট অফিসে গিয়ে দেখি পাসপোর্ট নেবার জন্য শত শত মানুষ লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে। ওখানে দাড়িয়ে থাকতে দেখে সবার পেছনের একজন বলল, " ভাই জলদি স্লিপ জমা দেন, নাহলে আজকে আর পাবেন না, কাল আসতে হবে, আজ অনেক বেশি ভিড় !!! আমি বললাম ভাই আপনার সিরিয়াল কত??? উনি বললেন ১১০+ !!!!! আমি বললাম, ভাই আপনার কি কোন "ফেন্তু" আছে???

কথা টা শুনে লোকটা হা করে আছে, বুঝলাম টিভি কম দেখে !!

কিছুই বুঝে নাই, তাই বললাম, বুঝছি আপনার কোন "ফেন্তু" নাই, কিন্তু আমার "ফেন্তু" আছে !!!


এই কথা বলে "ফেন্তু" কে কল করলাম, ডাইরেক্ট ভিতরে গেলাম, সিগনেচার করলাম, পাসপোর্ট নিলাম, চলে আসলাম




এসে দেখি ওই লোক যেখানে দাড়িয়ে ছিল, সেখানেই আছে

আমাকে দেখে ওই লোকটা কিছু বলতে চাইছিল, বাট তার আগেই আমি বললাম, " ভাই জিপি ইউজ করেন আর নাই বা করেন, কিন্তু "ফেন্তু" কে ঠিকই ইউজ করবেন"





জয়তু "ফেন্তু"