“সুন রাহা হ্যাঁয় না তুউউউ...”
কিছুদিন আগে এই গান শুনতে শুনতে কান দিয়ে রীতিমত রক্ত ঝরে পড়ার মতো অবস্থা। যেখানেই যাই সেখানেই এই গান। চায়ের টং, বাসা-বাড়ি কোথায় শুনিনি এই গান (পড়ুন ক্র্যাপ!!)। এমনকি আমি যে হলে থাকি সেই হলের রুমে রুমে পালা করে চলতে শুনেছি এটি।
খেলনা পুরাতন হয়ে গেলে যেমন তার প্রতি আকর্ষণ কমে যায়, তেমনি “সুন রাহা হ্যাঁয় না তুউউউউ......” এর সেই সোনালী দিন আর নেই।
হঠাৎ একদিন শুনলাম এক বন্ধু “পানি! পানি!!” বলে চিৎকার করছে। চিন্তা করলাম দেশ তো এখনও মরুভুমি হয়ে যায়নি; তাহলে বন্ধুটি আমার কেন পানি পানি করে চিৎকার করছে? তাহলে কি বন্ধু বাংলা সিনেমার নায়কদের মতো বড় কোন আঘাত পেয়ে পানি চেয়ে আকুতি করছে?
নায়িকার জন্য অপেক্ষা না করে নিজেই দৌড়ে গেলাম পানির বোতল নিয়ে। বন্ধুর এই বিপদে যদি তাকে একটু সাহায্য করা যায়!!!!
কিন্তু বিধিবাম! আমার আর বন্ধুকে সাহায্য করা হল না। বন্ধুর রুমে গিয়ে দেখলাম বন্ধু আমার দিব্বি ৭২০ ডিগ্রি এঙ্গেলে ঘুমুচ্ছে। পানি পানি বলে চিৎকার করছে তার কম্পিউটারটি। কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারলাম আসলে পানির জন্য হাহাকার নয়, সেখানে মধুবাবা এক রৌদ্রোজ্জ্বল দিনে পানি পানি বলে যপ করছিলেন।
মেজাজ গেল বিগড়ে। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে নিলাম ‘রৌদ্রোজ্জ্বল দিন’, ‘বৃষ্টিস্নাত সন্ধ্যা’ এগুলো কিভাবে Deutsch এ বলতে হয় তা আজই শিখে ফেলবো।
হ্যাঁ ঠিকই ধরেছেন “ওৌর দিন ভি সানি সানি...” কে কিভাবে Deutsch এ বলতে হয় আজ আমরা তাই শিখবো। অর্থাৎ, আমরা আজকে das wetter (weather) সম্পর্কে জানবো।
নিচের বাক্যগুলো লক্ষ্য করুন-
Die sonne scheint (The sun is shinning.)
Es ist sonnig (It’s sunny.)
Es ist wolkig / Es ist bewölkt (It’s cloudy.)
Es regnet (It’s raining.)
Es ist neblig (It’s foggy.)
Es ist windig (It’s windy.)
Es schneit (It’s snowing.)
Es ist kalt (it’s cold.)
Es ist warm (It’s warm.)
Es ist heiß (It’s hot.)
তাহলে আমরা শিখলাম কিভবে আবহাওয়া সম্পর্কে বলতে হয়।
এখন শিখবো কিভাবে প্রশ্ন করতে হয়। “আজকের আবহাওয়া কেমন?” আসুন দেরি না করে শিখে ফেলি-
Wie ist das wetter? (What’s the weather like?)
আসুন তাহলে এবার একটি ছোটখাটো টেস্ট হয়ে যাক-
নিচের ছবিগুলো লক্ষ্য করুন আর নিজেকে নিজেই জিজ্ঞেস করুন- Wie ist das wetter?
১)
২)
৩)
৪)
আপনার উত্তরগুলো কি সঠিক হয়েছে?
আমি জানি আপনি সঠিক উত্তরগুলোই দিয়েছেন। Sehr gut!!
POST REVIEW:
আজ আমরা কোন কোন শব্দগুলো শিখলাম আসুন এক নজরে তা দেখে নিই-
sonnig - sunny.
wolkig/bewölkt – cloudy
regnet - raining.
neblig - foggy.
windig - windy.
schneit - snowing.
kalt - cold.
warm - warm.
heiß - hot.
উচ্চারণগুলো শেখার জন্য নিচের ভিডিওটি দেখুন-
Machs gut…….
Tschüss!!!
জার্মান ভাষার অ...আ...ক...খ!!!!! (১)
জার্মান ভাষার অ...আ...ক...খ!!!!! (২)
জার্মান ভাষার অ…আ…ক…খ!!!!! (৩)
জার্মান ভাষার অ…আ…ক…খ!!!!! (৪)