১
নামঃ এ্যালার্স
বয়সঃ ৩৬০০ বছর (প্রায়)
দক্ষিণ আমেরিকা (চিলি) তে এটিকে পাওয়া গিয়েছিল। ৪০ থেকে ৬০ মিটার উঁচু এই গাছটি চিলি ছাড়াও আর্জেন্টিনাতে দেখা যায়।
২
নামঃ ল্যানজারন্যু ইউ
বয়সঃ ৪০০০ বছর (প্রায়)
কনভ্যে ব্রফ নামক স্থানে এটি প্রথম পাওয়া গিয়েছিল। এটি সাধারণ ইউ প্রজাতির অন্তর্ভূক্ত। দক্ষিণ ইউরোপ ছাড়াও, এশিয়া ও আফ্রিকাতে পাওয়া যায়।
৩
নামঃ সার্ব-ই-আবারক
বয়সঃ ৪০০০ বছর (প্রায়)
ইরানের ইয়াজদ, আবারক নামক স্থানগুলোতে দেখা মেলে সার্ব-ই-আবারক এর। সাইপ্রাস প্রজাতির গাছহুলো এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও দেখা যায়। সার্ব-ই-আবারক ইরানে জাতীয় প্রতীক হিসেবে গণ্য।
৪
নামঃ ম্যাথুসেলাহ
বয়সঃ ৪৮০০ বছর (প্রায়)
১৯৫৭ সালে এই গাছ পাওয়া গিয়েছিল। এটি পাইনাস লংএভ প্রজাতির বৃক্ষ যেটি দীর্ঘজীবনের উদ্ভিদের জন্য বিখ্যাত। আমেরিকার উঁচু পর্বতগুলোয় এটি প্রধানত দেখতে পাওয়া যায়।
৫
নামঃ প্রোম্যাথিউস
বয়সঃ ৫০০০ বছর (প্রায়)
এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বয়স্ক গাছ এটি। দুর্ভাগ্যজনকভাবে গবেষণার জন্য আমেরিকার এক ছাত্র এই গাছটি কেটে ফেলে। পরবর্তীতে জানা যায় এই ঐতিহাসিক গাছটির বয়স ৪৮০০ থেকে ৫০০০ বছরের মত। এই গাছটি হুইলার পীক নামক স্থানে পাওয়া গিয়েছিল।
লেখা- তানভীর আহমেদ
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:১৭