দোদুল্যমান মাতলামি মর্মর পাতার , দু'চোখে
নির্বাক অশ্রুজল, সিগারেট-জ্বলা আগুনে
পুড়তে থাকা ইস্পাত ধূসর ঠোঁট, বহুদিন
চুম্বনবিবর্জিত, অঘটনঘটনপটিয়সী প্রেমিকার...
প্রতিদিন সূর্যাস্তে, আবির-রাঙা বিবর্ণ আকাশে
কাছে টেনে নেয় ধ্রুপদ-নক্ষত্রের প্রেয়সীরা
পৃথিবীর খুব কাছেই সপ্তর্ষিমণ্ডল?
আকাশের ওপারে হয়তো-বা নিঃসীম সমুদ্র!
এসব নিখোঁজ প্রশ্ন উড়তে থাকে বুনো ধুলোয়
প্রেমিকার চোখের কোমল উত্তাপে, ম্লান আলোয়
দূরে ঠেলে দেয় শতাব্দীর প্রাচীন বটবৃক্ষ,
জটাধারী পুরোহিত আর অনিবার্য শ্মশানের ছাই
নিভে যেতে থাকে ঘিয়ের প্রদীপ। একের পর এক...
তবুও স্বাদগন্ধবিহীনভাবে পৃথিবীর বুকে বেঁচে থেকে
প্রজন্মের ইতিহাস রচিত হবে আজ রাতের অন্ধকারে...
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৭