প্রেমিকার বুকের মতো উষ্ণতার অদল-বদল
তবুও তো প্রাণে বাঁচতো উত্তরের মানুষ; ফেরারি
পাখির মতো ঝরে যাচ্ছে অবোধ শিশু, এই শীতরাতে...
কত না জানা ঘরহীন মানুষ কাঁপছে শীতজ্বরে
কত নামহীন জরায়ু ভীতসন্ত্রস্ত, নির্বাক
আকাশ বেয়ে নামছে শীতার্ত সরীসৃপ
ভোরের কুয়াশার মৃত ঘাসে যকৃতের মতো
নীলরঙা বিষ! চোখের লোনাজলে তুষারের মতো
বরফখণ্ড গলতে থাকে একের পর এক,
প্রতীক্ষার শীতরাতে খুব জলদি ঘুমায় সবাই
শুধু জেগে থাকে ল্যাম্পপোস্ট আর তার
নিচে ছেঁড়া শরীর নিয়ে অর্ধমগ্ন কাতর
যুবতী যে পুঁজিবাদি সভ্যতার শিকার
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০২