সৌর বাতির শহরে
আমরা এক এক জন এখন
ডানা ভাঙা নিয়ন বাতি।
সারাই খানায় নিজেকে বদলে নিচ্ছি
ঝাঁ চকচকে সৌর-বাতি হব,
তারপর একে-একে ঝুলে পড়ব
শহরের ল্যাম্পপোষ্টগুলোতে।
আমরা বাচাব পয়সা, আমরা কামাবো পয়সা,
আমরা ঘুড়ি করে উড়াব পয়সা।
সব শেষে কিছু পয়সা উড়ে যাবে প্রিয় কিছু মুখ হয়ে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ রাত ১২:৩২