somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হামক

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাজিতপুর হোটেল এন্ড মিষ্টি ভাণ্ডারের যেই ছেলেটা চায়ের সাথে একটি সহজ শর্তের হাসি পরিবেশন করতো আমি ঠিক তার কথাই বলছি । অপরিচিত তুষ্ট লোকজন প্রায়ই বলেই ফেলত, নাম কী রে ? ছেলেটার হাসি তখন আরো বিস্তৃত হতো । নিজে বলার আগেই আশেপাশে থাকা মানুষগুলো প্রশ্নটা লুফে নিয়ে উচ্চকণ্ঠে বলতে থাকতো ,”হামক… হামক ! এর নাম হইলো গিয়া হামক” । প্রশ্নকর্তা যদিও বুঝত যে হামক কোন নাম হতে পারে না কিন্তু একটা বিচিত্র শব্দের রেশ মূল নামটার ভাবনা থেকে অনেক দূরে রাখতো । হয়তো ভাবিত হতো না ছেলেটা নিজেও । কাক-ডাকা নীরব দুপুরেও শব্দটা তার ঠোঁটে বা জিভে অল্প নড়াচড়া করতো কিনা জানা হয় নি ।
এইজন্যে অবশ্য কাউকে তেমন একটা দোষ দেয়া যেত না । সারাক্ষণ হাসতে থাকাতে তার বুদ্ধিমত্তা নিয়ে সকলের মনেই একটা প্রশ্নবোধক অস্বস্তি জাগতো । উত্তর খুঁজে না পাওয়ার ক্ষোভ মেটাতে যে যার মত বেশ কয়েক দফা নামকরণ করে কিছুটা ক্ষান্ত হতে চাইতো । এ ক্ষেত্রে অগ্রগামী ছিল দোকানের মালিক জয়নাল মিয়া।
জয়নাল মিয়া চোখে কিছু কম দেখে। ভারি চশমার ঘোলাটে জগতেও ছেলেটার হাসি তার কাছে মোটা দাগের বাহুল্য আর অপচয় হয়ে ঠেকতো । এই চলতি দোকানের নানান ঝামেলায় সেই হাসি তার বিরক্তি যেই ক-প্রস্থ বাড়িয়ে দিত ঠিক ততো প্রস্থ জয়নাল তাকে আহাম্মক বলে- ডেকে আরাম নিতে চাইতো । আহাম্মক শব্দটি মানুষের অমনোযোগী শ্রবণে কখনো অন্য শব্দের আড়ালে চলে গিয়ে, কখনো উচ্চারণের জটিলতা ছেঁটে হয়ে গিয়েছিল হামক। হামকের তাতে সমস্যা হত না। সে মুখে নানান রেখা ফেলে, কালো গালের গভীরে স্পষ্ট টোল ফেলে হেসেই চলতো ।
সারাদিনের কাজ কর্মের ভুল ত্রুটিও সুযোগে খুব সহজেই হামকের ঘাড়ে ফেলে দিত তার সহকর্মী ছোট কাশেম আর গুজু। কাজের ফাঁকে ফাঁকে বিনোদনের মতোই চলতো হামককে নিয়ে নিত্য-নতুন কৌতুক। পিঠে গোটা কিল, চাপড় দিয়ে চলতে থাকত ছেঁটে যাওয়া নামের সহ-নামকরণ, “হালা বরহী । গরু কইলেও গরুর জাইত থাকতো না ,আলের বলদ”।
হালের বলদ নামকরণটা একরকম সার্থক করে হামক এসব কথা গায়ে মাখার কথা ভেবে দেখত না। কালচে লিকারে ঘন দুধ দিয়ে নাড়ার কৌশলকে শিল্পে পরিণত করার প্রক্রিয়ায় মত্ত থাকতো

২.

নিজে পরিবার-পরিজনহীণ বলেই হয়তো মানুষের বিবেচনা বোধে আমার আস্থা বরাবর কম । অন্যের একটি গুণকেও এরা ত্রুটি হিসাবে ধরে নিতে পারে আর নিজদের ত্রুটিকে গুণ । তাই সকলের বিবেচনার বাইরে দাঁড়িয়ে আমি হামককে বিচার করতে চাইতাম । তার মনোজগৎ আমার কাছে কৌতুকের না হয়ে ছিল কৌতূহলের।
যতবার নানা বাড়িতে ছুটিতে গিয়ে বাজিতপুর বাজারে ভাই-বন্ধুদের সাথে বসেছি, আমার দৃষ্টি থাকতো হামকের উপর । কিন্তু চা নিয়ে এগিয়ে এলে দু -একটা প্রশ্ন করার আগেই তার সহকর্মী-দুটো কেন জানি যেন দুপাশ থেকে চেপে নিজেদের উপস্থিতি প্রবল করে তুলে তাকে সরিয়ে দিতো । ফিরে যেতে যেতে হামকের চোখে দেখতাম কিছু বলার ইচ্ছা আর আমার মনের বাড়ন্ত কৌতূহলের সলতেতে জ্বলতো শিখা ।
সকলের চোখে মূর্খ এই ছেলেটির হাসিতে আমি কখনোই নির্বুদ্ধিতা নয় বরং শক্তি টের পেতাম । কিন্তু শুধু নিজস্ব একটা অনুভূতিতে জগতে কিছু প্রমাণ হয় না । প্রমাণ হতো না হামক আদতে আহম্মক নয় । তাই একটা কিছু প্রমাণের চেষ্টা হামককে দেখলেই আমার জেগে উঠতো । আফসোস হতো মানুষের মন ও বুদ্ধিমত্তা যদি অনুধাবনের না হয়ে দৃশ্যমান হতো তাহলে তা ব্যবচ্ছেদ করে দেখানো যেত; আমার ধারণা সত্য। সুখ দুঃখের এই জীবনের সমগ্রতাকে সহজভাবে নেবার প্রচণ্ড ক্ষমতা যে খুব উচ্চ বুদ্ধিমত্তা এটা এই চতুর মানুষদের কিভাবে বুঝাবো!

তবে আমি নিরাশ ছিলাম না। প্রতি বার ঢাকা ফিরে এসে ভাবতাম এর পরের বার গেলে হামকের সাথে কিছু একান্তে সময় কাটাবো । খুঁচিয়ে খুঁচিয়ে তার অন্তর্গত তেজ কিছুটা বাইরে এনে দেখিয়ে দেব সবাইকে রেগে যাওয়া বা জেদ করা মানুষের জন্য সহজ। কিন্তু সকল পরিস্থিতি হাসতে পারা মানুষের জন্য কঠিন ।
গতবার কিশোরগঞ্জ গিয়েছি যখন তখন হলো দু একটা কথা । হামক চা নিয়ে আসতেই আমার আগে আমার বন্ধুরা হই হই করে উঠেছিল,
-খবর হুনছোনি আবিদ? আমগো হামইক্কার বউ আর এক বেডার লগে ফুড়ুৎ দিছে ।
হামককে সবাই প্রায় ঘিরে ধরেছিল কৌতুক আর মজা নিতে । তবে আমি বুঝতে চেয়েছিলাম এই স্পর্শকাতর বিষয়টাকে হামক কিভাবে নিচ্ছে । তার মুখের প্রতিটি রেখা আমি পড়ার চেষ্টা করেছিলাম । সেই রেখায় কোথাও কি বউ হারানোর বেদনা নেই? তন্ন তন্ন করে খোঁজার আগে আমি সবাইকে থামিয়ে জিজ্ঞেস করেছিলাম ।
-হাছাই হামক?
হামক সলজ্জ হেসে বলেছিল ,
-হ ।
আমার বন্ধুরা আরো মজা নিয়ে বলেছিল,
-লইজ্জা তুই ফাছ কেরে । লইজ্জা পাইবো ঐ …।
নোংরা শব্দটা শুনতেই হামক জিভ কেটেছিল । আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিলাম -
-কষ্ট পাইছছ?
কষ্টের কোন চিহ্ন নয় বরং হামকের আরো’কটা দাঁত দেখা গিয়েছিল ।
-না। কষ্ট পামু কেরে? যে যেহানে শান্তি পায়।
সেই নির্ভার উত্তরে সকলের কৌতুকীয় হাসি একটু চাপা পড়ে গিয়েছিল । তখনো আমি হন্যে হয়ে তার হাসির আড়ালে খুজছিলাম কষ্ট। কিন্তু একটা সহজাত সাবলীলতা ছাড়া আর কিছুই চোখে পড়েনি সেদিন।

কষ্ট যে বুঝে না তাকে আপাতে পরিণত বলা যায় না । আর যে কষ্ট কে অস্বীকার করে বা অপ্রাপ্তিকে কষ্টের মোড়কে মুড়তে জানে না তাকে কি পরিণতই বলা যায় না? “যে যেহানে শান্তি পায়” কথাটাতে আমি অভিমান নয় জীবনের জটিলতার গিঁট খুলে দাঁড়ানো একজন মানুষকেই দেখেছিলাম । আমার অনুভবের সত্যতা নিজেকেই দেখিয়েছিলাম গাঢ় করে । আসলে আমরা মানুষেরা একে বুঝতে পারি না। বুঝতে পারিনা বলেই একে আলাদা একটি শ্রেণীতে ফেলে দেই অনায়াসে।

৩.
বাজিতপুর হোটেল ও মিষ্টান্ন ভাণ্ডার আজ হয়তো আমার মতো অনেকের কাছেই নিষ্প্রাণ লাগছে। আজো চায়ের কাপে এনামেলের চামচে টুং টাং শব্দ হচ্ছে তবে সেই হাসতে থাকা ছেলেটি হাসির সংক্রমণ আর নেই, নেই কৌতুকের পাত্রটি। শব্দে, আচরণে ত্রস্ততায় ব্যবসা এখানে প্রকট আকারে প্রকাশ পাচ্ছে । মানুষের মুখে ব্যস্ততা আর কষ্টের রেখা চাইলেই পড়া যাচ্ছে । তার জন্যে আমাকে আর কসরত করতে হচ্ছে না । হামক নেই প্রায় এক মাস হয়।

এত অনাত্মীয়ের জন্য এতটা শুন্যতা বোধ আমার হয়তো কখনোই হত না । কিছুক্ষণ একটা কষ্টের ভীষণ কষ্টের অস্বস্তিতে ডুবে থেকে হয়তো ভুলতে থাকতাম । যদি না হামকের মৃত্যুর ঘটনাতেও হামক আপাতে তার নির্বুদ্ধিতা প্রমাণ করে যেত মানুষের কাছে । যদি না এই কিছু একটা প্রমাণ করতে না পারাটা আমাকে ভীষণরকম ব্যর্থ করে তুলতো এখানে আসার পর থেকে।
আজ অনেকটা অভ্যাসেই আমি এখানে একা একা নিশ্চুপ বসে ছিলাম । হামকের প্রসঙ্গ আসায় আগ্রহ নিয়ে তাকালাম । ছোট কাশেম আর গুজু এসে একটু কাঁদছে
-কন? কেমুন বেহলের বেহল। যেয় তরে ফালায় থুইয়া এর এক বেডার লগে পথ দিয়া হালছে , হেরে বাছাইতে গিয়াই তুই মরবে? দুনিয়া বেহলের লেইজ্ঞা না। হামইক্কা রে…।। ওই হামইক্কা…।।
আমি মনে মনে হাসলাম । দুনিয়া বোকা, বুদ্ধিমান কারো জন্যেই নয়তো । দুনিয়া শুধু চতুর আর স্বার্থপরদের জন্যে ।
হামকের বিয়ে করা বউটি যখন তার আগের প্রেমিকের কাছে যেতে চাইলো হামক বাধা দেয় নি। কারণ তখন মেয়েটির অনুভূতির প্রতি সহানুভূতি হলো মানুষের চোখে নির্বুদ্ধিতা । মেয়েটি যখন বুঝতে পারলো যার হাত ধরে পালিয়েছে সে মূলত তার দেহ ব্যবসায়ী । সে পালিয়ে এসে হামকের কাছেই আশ্রয় নিয়েছিল । এক রাতে দুর্বৃত্তদের হাত থেকে মেয়েটিকে বাঁচাতেই হামকের মৃত্যু । আমাকে মানতেই হলো কাউকে বাঁচাতে সাহস দেখানো অবশ্যই এই পৃথিবীতে নির্বুদ্ধিতা । নিজের সিঁড়ি ঠিক করে তর তর করে উঠে যাওয়া শিখতে হয় এখানে । নিজের জন্যে ভাবতে শেখা মানে এখানে পৃথিবীতে চলতে শেখা ।
হামকের একজীবন সাহসকে আমি গভীর শ্রদ্ধা জানালাম , মানুষের সংজ্ঞায়িত করার অভ্যাসকে নিচু চোখে দেখলাম কিন্তু তার মহত্ত্বকে ধারণ করতে পারলাম না। কেননা আমি নিজেও যে আজন্ম শিখেছি কিভাবে জীবন নিজের জন্যে টিপে টিপে খরচ করতে হয় । মানবিকতা কে পাশ কাটিয়ে নিজের দেহের ও মনের দুটো পেট একসাথে কিভাবে চালাতে হয়। হামকের জন্যে আমার সেই কিছু একটা প্রমাণের চেষ্টাকে হঠাৎ নিরর্থক মনে হলো। নিজেকে আবিষ্কারের মতোই খেয়াল হলো আমি নিজেও যে চতুরদের সারিতেই দাঁড়িয়ে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
১৬০ বার পঠিত
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বাংলাদেশ এম্বেসির হাফেজ ফার্স্ট সেক্রেটারির সাথে দেখা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮

আমি কয়েক বছর ইংল্যান্ডে ছিলাম। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে থেকেছি। তাই, ইউরোপীয় কালচারের সাথে বেশ পরিচিত। একদিন, সেই দেশের একটি ইউনিভার্সিটি'র মসজিদে বসে রয়েছি, হঠাৎ মিষ্টি কিন্তু দরাজ... ...বাকিটুকু পড়ুন

আজকের দিনটি বিশ্ব ও বাংগালীদের জন্য ১টি ভয়ংকর সময়ের সুচনা হতে পারে।

লিখেছেন জেনারেশন৭১, ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭



আপডেট:

সকাল ৯:০০ টা: ট্রাম্প এক চার্চে; কিন্তু সে ধর্মের ধারও ধারে না।
৯:২০: চার্চ সার্ভিস শেষ, হোয়াইট হাউসে যাচ্ছে।
৯:৫৫ : বাইডেন এই মহুর্তে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কে ভারত থেকে বের করে দিতে চান শিবসেনার এমপি !

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬


ভারতের মিডিয়াতে গত কয়েকদিন ধরে আলোচিত নিউজ হচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর আততায়ীর হামলা ! আততায়ীর নাম ও পরিচয় নিয়ে মুম্বাই পুলিশের লুকাছুপি বাংলাদেশের মানুষের নিশ্চিয়ই... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্টের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প(তারাম) !

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৩০



বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো"। ওয়াশিংটন ডিসিতে দুপুর বারোটার সময় দুইটি বাইবেল স্পর্শ করে ডোনাল্ড ট্রাম্প... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

লিখেছেন শাহ আজিজ, ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫০





মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।... ...বাকিটুকু পড়ুন

×