শয্যা ত্যাগের প্রাক্ মুহূর্তে যদি দেখি তোমার চাঁদমুখ -বুঝতে পারি আজ রঙিন ঘুড়ি উড়বেই সুখে সারাটাদিন মনাকাশের বুকে - রজনীগন্ধা'রা ছড়াবেই সুবাস
পূবালী বাতাসে ।
মধ্যাহ্ণে ফিরলে গৃহে.... যদি চোখে রাখো চোখ হীরক হাসির সাথে- স্বর্গ হতে সুখ পাখিরা
ঝাঁকে ঝাঁকে
নাচতে নাচতে নেমে আসে অন্তর পাটাতনে ।
সায়াহ্ণে গোধূলি সজ্জায় সজ্জিতা তুমি অপরূপ রূপে দাঁড়ালে সম্মুখে-
ছন্দে ছন্দে অপার আনন্দে নাচে ত্রিভূবন আমার ।
নিশীথ সজ্জায় শয়নে পাশে প্রেমের খঞ্জনি বাজে উভয় অন্তরে,
তুমি আমি একাত্ম হই অথৈ উল্লাসে;
তুমি আছো আমি আছি উভয়েই পাশাপাশি --একালে সেকালে
ইতিহাস ভূগোলে সতত কপোত কপোতীর মত ;
তুমি তো জানোই শতরূপা তোমার আমার প্রেমের গভীরতা কত ।।।*******।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০