মরে তো আর যাই নি এখনো সম্পূর্ণরুপে
বেঁচে আছি পাতাহীন ক্যাকটাসের মত
মরুপ্রান্তরে কাটে কাল ধুঁকে ধুঁকে-
নিঃসঙ্গ নিবাসে কাঁদে জলহীন জলাশয় ।
সুনীল আকাশ অ-নীল হয়েছে মাত্র
সবুজ প্রকৃতি আজ মলিন ধূসর
হৃত অতীত কাঁদায় অবাধ অবকাশে
মৃত অতীত আমি তোমার অভিধানে ।
বিমুখ বিলাসে সেজেছ ধোয়া তুলসীপাতা
দ্বিতীয় হস্তক্ষেপে পেয়েছ মুঠোভর্তি সুখ
রঙিন নিশান উড়াচ্ছ নতুন বাতাসে ।
দৃষ্টির নাগালে পাই না খুঁজে তোমাকে
মনোলোকে খেলা করে পুরনো ছায়াছবি-
জলছবি যায় না ভেসে চোখের জলোচ্ছ্বাসে ।
ছলেবলে খেলে চলি চলমান খেলা
স্মৃতির ঘূর্ণিঝড়ে ঘূর্ণায়মান মন- এখন আর
সু-স্থির হয় না সুশাসনে ।
। । । । । । । ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫